Connect with us

ক্রিকেট

দুর্দান্ত বোলিংয়ে জয়ের দেখা পেল অস্ট্রেলিয়া

বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ হারার পর, গতকাল পাকিস্তানের বিপক্ষে জয়ের দেখা পেল অস্ট্রেলিয়া।

টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া দলের ক্যাপ্টেন ফিন্স ভালোই সুচনা করেন। তার সঙ্গ দেন ডেবিট ওয়ারনার। দুইজনের দুর্দান্ত ব্যাটিং, পাকিস্তান বোলিং বিভাগকে অনেকটাই চাপের মুখে রাখে ম্যাচের প্রথম থেকে।

দলিয় ১৪৬ রানের সময় মুহাম্মাদ আমির তাদের দুই জনের জুটি ভাঙ্গেন। সেই সময় অস্ট্রেলিয়া দলের ক্যাপ্টেন ফিন্স ৮২ রানে আউট হয়ে যান। তার আউট হবার পর ওপেনার ডেবিট ওয়ারনার ও স্টেভেন স্মিথ জুটি বাঁধেন। কিন্তু তা আর বেশিক্ষন বজায় থাকে নি। ১৮৯ রানের সময় স্টেভেন স্মিথ আউট হবার পর দলের আর কেউ বড় জুটি বাধতে পারেননি।

৫০ ওভারের শেষের দিকে অস্ট্রেলিয়া দল পাকিস্তান দলের বোলিং তোপে পড়ে ৩০৭ রানে সব কয়টি উইকেট হারিয়ে বসে। পাকিস্তান দলের সর্বোচ্চ ৫ উইকেট নেন মুহাম্মাদ আমির। আর ২টি উইকেট পান শাহিন আফ্রিদি বাকি সব ১টি করে উইকেট নেন।

অস্ট্রেলিয়া দল ৩০৭ রানে সব কয়টি উইকেট হারালেও দলের ওপেনার ডেবিট ওয়ারনার সেঞ্চুরি পান পাকিস্তানের বিপক্ষে। তিনি ১০৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন পাকিস্তানের বিপক্ষে।

জয়ের জন্য ৩০৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে পাকিস্তান দল প্রথমেই অস্ট্রেলিয়া দলের বোলিং তোপে পড়ে। তারপর ছোট ছোট জুটির সাহায্যে পাকিস্তান দল জয়ের আশা দেখলেও দিন শেষে ম্যাচ হারার স্বাদ নিতে হয় তাদের।

অস্ট্রেলিয়া দলের বোলিং তোপে পড়ে ২৬৬ রানে পাকিস্তান দল সব কয়টি উইকেট হারিয়ে বসে। তাই তাদের অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪১ রানে ব্যবধানে হারতে হয়।

আরও সংবাদ: খেলার পাতা

মন্তব্য করুন

মন্তব্য

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

ক্রিকেট - এর আরও খবর