Connect with us

ক্রিকেট

টেস্ট জয়ের আজ ১৫ বছর

টাইগাররা টেস্ট ক্রিকেটে প্রথম জয়

২০০৫ সালের ১০ জানুয়ারি আজকের এই দিনে , চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে, জিম্বাবুয়েকে পরাজিত করে টাইগাররা টেস্ট ক্রিকেটে প্রথম জয়ের স্বাদ পায় ।

এই ঐতিহাসিক জয়কে স্মরণ করে (আইসিসি) সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে বাংলাদেশের ঐতিহাসিক এই দিন নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছে।

১৫ বছর আগে ২০০৫ সালের ৬ জানুয়ারি, টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন তখনকার অধিনায়ক হাবিবুল। ব্যাট করতে নামা ওপেনার জুটি জাভেদ ওমর ও নাফিস ইকবালেরে ৯১ রান দলকে অনেকটা এগিয়ে নিয়ে যায় । পরবর্তীতে মাশরাফি বিন মুর্তজার ৪৮ ,মোহাম্মদ রফিক ৬৯, হাবিবুল ৯৪, নাফিস ৫৬, রাজিন সালেহ ৮৯, ও খালেদ মাসুদ পাইলট ৪৯ করেন । প্রথম এই ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ছিল ১৪৯.৩ ওভারে ৪৮৮ রান যা তখনকার সময়ে বাংলাদেশের জন্য সর্বোচ্চ দলীয় রান ছিল।

পরবর্তীতে জিম্বাবুয়ে ব্যাটিংএ নেমে মাশরাফি,রফিক ও তাপসের বোলিং তোপের মুখে ১৫২ রানেই ৬ উইকেট হারিয়ে বসে। কিন্তু ওদের অধিনায়ক তাইবু শেষ দিকে ভাল খেললেও সব উইকেট হারিয়ে প্রথম ইনিংসে জিম্বাবুয়ের সংগ্রহ করে ৩১২ রান ।

দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ২০৪ রান করে বাংলাদেশ।

৩৮১ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নামা জিম্বাবুয়েকে ১৫৪ রানে সব উইকেট হারিয়ে মাঠ ছারতে হয়েছিল সেদিন।

মন্তব্য করুন

মন্তব্য

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

ক্রিকেট - এর আরও খবর