Connect with us

ক্রিকেট

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে খেলতে চান মাশরাফি

চোট নিয়েও খেলতে চান মাশরাফি

চলছে বঙ্গবন্ধু বিপিএল,এতে ঢাকা প্লাটুনের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন মাশরাফি বিন মর্তুজা। গতকাল রাতে এই ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে বাঁ হাতে আঘাত পেয়েছেন মাশরাফি।

খুলনা টাইগার্সের বিপক্ষে শনিবার রাতে মেহেদী হাসানের করা ১১তম ওভারে রাইলি রুশোর ক্যাচটা লুফে নিতে চেয়েছিলেন মাশরাফি। তাইতো ত্রিশ গজ বৃত্তের ভেতর দাঁড়ানো মাশরাফি তার বাম দিকে ঝাঁপিয়ে পড়েন সেই ক্যাচটি লুফে নিতে। ক্যাচটি তিনি আটকাতে পারেননি বরং কেটে যায় বাঁ হাতের তালুর অনেক্ষানি জায়গা।

মাঠের মধ্যেই রক্ত ঝরতে শুরু করে হাত থেকে। সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া হয় ড্রেসিংরুমে অতঃপর হাসপাতালে ।জানা যায় ১৪টি সেলাই দেওয়া হয়েছে তার হাতে।

ডাক্তারটা বলছেন এই চোট সেরে উঠতে সময় লাগতে পারে এক সাপ্তাহের ও বেশি। এদিকে সোমবার চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মখোমুখি হবে ঢাকা প্লাটুন। আর এ সময় কোন ভাবেই মাঠের বাইরে জেতে রাজি নন এই অধিনায়ক। রাতে হাতে সেলাই দেওয়ার সময়ই মাশরাফি নাকি জোরালো কণ্ঠে বলেছেন, ‘পরের ম্যাচটা খেলতে চাই!’ এখন সোমবার কি হয় তা দেখার পালা।

মন্তব্য করুন

মন্তব্য

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

ক্রিকেট - এর আরও খবর