Connect with us

ক্রিকেট

ওয়ালশের ভাবনা মোস্তাফিজুর রহমান কে নিয়ে

প্রস্তুত হচ্ছেন মোস্তাফিজ

সামনে ২০১৯ বিশ্বকাপ, এর পূর্বে আয়ারল্যান্ড সফরে যাবে বাংলাদেশ দল। এ সময়ে অনুশীলনের প্রথম দিন দেখা গেলো মোস্তাফিজকে ওয়ার্মআপ আর ব্যাটিংয়ে। কারন গোড়ালির চোট এখনো পুরোপুরি সেরেনি তার। বোলিং হয়তো শুরু করতে পারবেন ২৬ এপ্রিল থেকে।

বোলিং কোচ কোর্টনি ওয়ালশ বললেন, ‘পুরোপুরি ফিট হওয়ার চেষ্টা করছে মোস্তাফিজ, যদি সে ফিট থেকে খেলে তা হলে আমাদের জন্য সে হতে পারে একজন এক্স-ফ্যাক্টর। সে দলকে জিতিয়ে দিতে পারে, প্রতিটি ম্যাচেই তার এটা করতে পারার সম্ভাবনা রয়েছে। তবে আমি এটাও জানি দুর্দান্ত কিছু করার সামর্থ্য তার আছে। আমার এখন একটাই চিন্তা, ওকে পুরোপুরি ফিট করে তোলা’। তাই তাকে নিয়ে বেশ সতর্ক টিম ম্যানেজমেন্ট।

আয়ারল্যান্ডেই অন্তত ছয়টি ম্যাচ খেলতে হবে বাংলাদেশকে। তাই বিশ্বকাপে যেন মোস্তাফিজকে পাওয়া যায় সম্পূর্ণ ভাবে। আয়ারল্যান্ড সফরে তাকে বিশ্রাম দিয়ে খেলানোর পক্ষে বোলিং কোচ ওয়ালশ। তিনি আরও বলেন- ‘যদি সে ফিট থাকে, তাহলে বিশ্বকাপে সে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে। তবে একজনের ওপর নির্ভর করা উচিত হবে না বলে আমি মনে করি। দলে আরও মান সম্পন্ন বোলাররা আছেন যেমন সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা, রুবেল হোসেন ও মিরাজ। যারা যেকোনো সময়ে যেকোনো কিছু করার ক্ষমতা রাখে। গড়ালির চোটে পড়ার পর থেকে ফিজ কিন্তু পুরোপুরি ফর্মে নেই, ছোটখাটো চোট তো আছেই সাথে। তবে পুরোপুরি ফিট ফিজ আপনাকে জিতিয়ে দিতে পারে, কিন্তু তার জন্য তাকে তো আগে ফিট রাখতে হবে। এখনো অনেক সময় আছে, আশা করি তাকে বাড়তি চাপ দেওয়া হবে না এখন। আমার চিন্তা এই জায়গায়, যদি তাকে আয়ারল্যান্ডে বেশি খেলানো হয়, তবে বিশ্বকাপে হয়ত মোস্তাফিজকে ফিট পাওয়া কঠিন হয়ে যাবে।’

আয়ারল্যান্ড সফরে, বিশ্বকাপের পূর্বে বাংলাদেশকে ৬টি ম্যাচ ও প্রস্তুতি ম্যাচ অন্তত ২টি মোট ৮টি ম্যাচ খেলতে হবে। হয়ত দলের ভবিষ্যতের কথা চিন্তা করে মোস্তাফিজকে বিশ্রামের সুযোগ দেয়া হবে। আর যদি তিনি সম্পূর্ণ রূপে ফিট থাকেন তাহলে তাকে আয়ারল্যান্ড সফরের প্রতিটি ম্যাচে দেখা যেতে পারে।

মন্তব্য করুন

মন্তব্য

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

ক্রিকেট - এর আরও খবর