Connect with us

ক্রিকেট

আত্মবিশ্বাস খুঁজে বেড়াচ্ছেন সৌম্য

soumya

২০১৫ এর বিশ্বকাপ যখন শুরু করেছিলেন এর আগে মাত্র একটি ম্যাচ খেলেছিলেন। পরে বিশ্বকাপে মারা তার প্রথম ছক্কা দিয়েই নিজের জাত চেনান বাংলাদেশের অন্যতম ড্যাশিং ওপেনার সৌম্য সরকার। আসছে বিশ্বকাপে আরো বেশি অভিজ্ঞতার ঝুলি নিয়ে নামছেন। চাওয়া পাওয়ার হিসাব তাই আরো বেশি এই ব্যাটসম্যনের কাছ থেকে।

সৌম্যের প্রধান সমস্যা ভাল শুরু করেও উইকেটে থিতু হতে না পারা। এই সমস্যা রয়ে গিয়েছে ঢাকা প্রিমিয়ার লিগেও। ৩০-৪০ রান করেই চলে যাচ্ছেন ড্রেসিংরুমে। তাই চিন্তিত তিনি নিজেও।

সৌম্য সরকার জানান একজন ওপেনার যখন উইকেটে থিতু হয়ে যায় তার মূল্য অনেক। কিন্তু তিনি উইকেট দিয়ে চলে আসছেন। তাকে আরো সতর্ক হতে হবে এই ব্যাপারে। তিনি ভাল খেলতে থাকলে নিজেই চাঙ্গা হয়ে উঠবেন বিশ্বকাপের আগেই।

সৌম্যের মতে আগে যখন বিশ্বকাপ খেলেছিলেন, তখন অনেক তরুণ ছিলেন। চাপও তেমন অনুভব করেননি। কিন্তু এখন ব্যাপারটা আলাদা। তিনি আশাবাদী এই চক্র থেকে শীঘ্রই বেরিয়ে আসবেন তিনি। সাথে আত্মবিশ্বাসটাও ফিরে পাবেন ভালভাবে।

 

মন্তব্য করুন

মন্তব্য

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

ক্রিকেট - এর আরও খবর