Connect with us

ক্রিকেট

বিশ্বকাপ ক্রিকেট দলের নাম আগামিকাল প্রকাশ করবে বাংলাদেশ

আগামিকালের অপেক্ষায় কাদের দেখা যাবে ১৫ সদস্যের দলে
ইতিমধ্যে বিশ্বকাপের জন্য দল ঘোষণা করে দিয়েছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ভারতের ক্রিকেট বোর্ড। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আগামিকাল ১৫ সদস্যের দল ঘোষণা করার কথা রয়েছে। এবারের বিশ্বকাপে বাংলাদেশের ১৫ সদস্যের দল কেমন হবে, তা নিয়ে কৌতূহল তো রয়েছেই সবার মাঝে। সবাই হয়তো মনে মনে ধারনা করে নিয়েছে, কোন কোন ক্রিকেটার কে নিয়ে ঘোষণা করা হবে বাংলাদেশ দল? তবুও চূড়ান্ত ঘোষণা না আসা পর্যন্ত কৌতূহল তো থেকেই থাকে সবার মাঝে। আগামীকালই পাওয়া যাবে সেই কৌতূহলের ফলাফল। দুপুর প্রায় সাড়ে ১২টায় মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে ঘোষণা করা হবে বাংলাদেশের ১৫ সদস্যের বিশ্বকাপ দল। এবারে হয়ত খেলয়াড়দের অতীত ও বর্তমান খেলার পারফর্মেন্স উপর ভিক্তি করেই বাংলাদেশ ক্দরিকেট দল ঘোষণা করা হবে। আগামী বিশ্বকাপের আগে মে মাসে মাশরাফি ও সাকিবদের আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ আছে। তবে বিশ্বকাপের মূলত দলটির সঙ্গে বাড়তি দুজনকে রাখা হবে আয়ারল্যান্ডের সিরিজে, যা পরবর্তীতে সাহায্য করতে পারে বাংলাদেশ দলকে। ২২ তারিখ থেকে বাংলাদেশ দলের ক্যাম্প শুরু হবার কথা আছে। ক্যাম্পের শুরু থেকে সাকিব আল হাসানের যোগ দেওয়ার কথা আছে জানিইয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি। সাকিব আল হাসান বর্তমানে ২০১৯ আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে আছেন। সেখানে যেহেতু খেলার সুযোগ পাচ্ছেন না সাহিব,তাই জাতীয় দলের সঙ্গে অনুশীলনে যোগ দেওয়াকে উত্তম বলে মনে করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি। হয়ত কিছু দিনের ভিতরে সাকিবকে দেশে ফিরিয়ে আনা হবে।
মন্তব্য করুন

মন্তব্য

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

ক্রিকেট - এর আরও খবর