আইপিএলে সাকিব আল হাসান হায়দ্রাবাদের সাইড বেঞ্চে বসে আছেন টানা আট ম্যাচ ধরে। ২২ই এপ্রিল সাকিব আইপিএল এর আসর থেকে দেশে ফিরার কথা। কিন্তু তা এখন আর হচ্ছে না। গতকাল আকরাম খান জানান- সাকিব তো এখন আসছে না। কারন জানতে চাইলে, জানা যায়- হায়দ্রাবাদ হয়ে আইপিএলে ম্যাচ খেলার সম্ভাবনা তৈরি হয়েছে সাকিবের।
চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ম্যাচ খেলার পর বিশ্বকাপের প্রস্তুতির জন্য দেশে ফিরবেন হায়দ্রাবাদ দলের ওপেনার জনি বেয়ারস্টো। এ মাসের শেষের দিকে ডেভিড ওয়ার্নারও বিশ্বকাপ প্রস্তুতির কারণে, ফিরে যাবেন অস্ট্রেলিয়ায়। এ কারনে সাকিব আল হাসান কে ছাড়তে রাজি নয় হায়দ্রাবাদ। বিদেশি খেলোয়াড় কমে গেলে সাকিবকে তখন প্রয়োজন পড়বে দলে।
আকরাম খান আরও জানান- সাকিব সম্ভাব্য ২৭ই এপ্রিল রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচ খেলে, ২৮ তারিখ দেশে ফিরে আসবে। দেশে ফিরে অনুশীলন শুরু করবেন এবং ১ই মে বাংলাদেশ দলের সাথে আয়ারল্যান্ড সফরে যাবে।
তবে সাকিব এর কথা ছিল তিনি গতকাল দেশে ফিরে আসবেন। বিশ্বকাপের জন্য প্রস্তুতি শুরু করবেন দলের সাথে। কিন্তু বদলেছে সাকিব এর পরিকল্পনা, আরও কিছু দিন পরে আসবেন আইপিএল এর হায়দ্রাবাদ দল থেকে। এ বিষয়ে আকরাম খান বলেন- ‘ওর আইপিএলে ম্যাচ খেলার একটা সুযোগ তৈরি হয়েছে এখন, আমাদেরও মনে হয়েছে ও যদি ওখানে দু- একটি ম্যাচ খেলে আসে, সেটা ওর নিজের জন্যই ভালো হবে।’
২০১৯ আসরের আইপিএলে এখন পর্যন্ত সাকিব হায়দ্রাবাদ হয়ে মাত্র একটি ম্যাচ খেলার সুযোগ হয়েছে। তাও সে ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে হায়দ্রাবাদ এর প্রথম ম্যাচে ৪ ওভারে ৪২ রান দিয়ে নেন মাত্র ১টি উইকেট নিয়ে, সেখানে ব্যাটিংয়ের সুযোগ পাননি সাকিব। এর পর আর ৮ ম্যাচে হায়দ্রাবাদ হয়ে তার খেলার সুযোগ হয় নি।
বাংলাদেশ দলের পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ সংবাদ মাধ্যমকে জানান- আইপিএলে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পায়নি সাকিব। তবে আমরা এখনো আশাবাদী ও খেলবে আইপিএলে, ও যদি ওই জায়গায় আরও দুই একটি ম্যাচ খেলে আসতে পারে তা তার নিজের জন্য ভালো। বর্তমানে তার ম্যাচ ফিটনেসটাই অনেক গুরুত্বপূর্ণ।