অনেক অপেক্ষার অবসান ঘটিয়ে গতকাল এই প্রথমবারের মত ত্রিদেশীয় সিরিজের শিরোপা ঘরে উঠলো বাংলাদেশ ক্রিকেট দলের।
এবারে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ দলের ব্যাটিং বোলিং ছিল দুর্দান্ত ফর্মে। যার কারনে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ দল প্রতিটি ম্যাচে জয় পেয়েছে সহজ ভাবে।
গতকাল বাংলাদেশ টসে জিতে প্রথমে ব্যাট করতে পাঠায় ওয়েস্ট ইন্ডিজ কে। ৫০ ওভারের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমেই শুরুটা ভালোই করে ওয়েস্ট ইন্ডিজ দল। ওয়েস্ট ইন্ডিজ দলের ওপেনিং দুই ব্যাটসম্যান প্রথম থেকেই দল কে ভালো রান এনে দিতে শুরু করেন। কিন্তু ম্যাচের প্রথম বাধা আসে ম্যাচের ২০.১ ওভারের সময়। ওয়েস্ট ইন্ডিজ দলের দলিয় রান তখন ১৩১ রান। বৃষ্টি বাধা হয়ে দাঁড়ায় দুই দলের জন্য। অতিরিক্ত বৃষ্টির জন্য ম্যাচে কিছু সময় বিরতি দেওয়া হয় তখন। বিরতির পর ২৪ ওভারের খেলা ধার্য করা হয়।
২৪ ওভারে ওয়েস্ট ইন্ডিজ দল সংগ্রহ করে ১টি উইকেট হারিয়ে ১৫২ রান। পরিসংখ্যান বিত্তিতে বাংলাদেশের দলের জয়ের জন্য লক্ষ্য গিয়ে দাঁড়ায় ২৪ ওভারে ২১০ রানের।
ব্যাটিংয়ে ২১০ রানের জয়ের লক্ষ্যে ভালোই ব্যাটিং শুরু করে বাংলাদেশ দল। দলিয় রান ৫৯ ও ৬০, তখন বাংলাদেশ দল কিছুটা চাপের মুখে পড়ে। ওপেনিং ব্যাটসম্যান তামিম ইকবাল আউট হয়ে যান। তারপর দলিয় ১ রান যোগ হবার সাথে সাথেই সাব্বির রাহমান আউট হয়ে যান কোন রান না করেই। সেই সময় দলের এই পরিস্থিতিতে সৌম্য সরকার ও মুশফিকুর রহমান। কিন্তু তা আর বেশিক্ষন বজায় থাকে নি। দলিয় আরও রান ৫০ রান যোগ করার পর সৌম্য সরকার আউট হয়ে যান ৬৬ রান করে। তার কিছুক্ষন পর মুশফিকুর রহমান আউট হয়ে যান।
শেষে মিটুন যখন আউট হন তখন বাংলাদেশ দলের প্রয়োজন ছিল ৬৭ রান ৫০ বলে। সেই সময় দলের পক্ষে লক্ষ্যটি সহজ করে দেন মুসাদ্দেক হোসেন। তিনি ২৪ বলে ৫২ রানের এক দুর্দান্ত ইনিংস খেলে বাংলাদেশ দল কে সহজ জয় এনে দেন ফাইনালে দুই ওভার হাতে রেখেই।
গতকাল মুলত বাংলাদেশ দলের সৌম্য সরকার ও মুসাদ্দেক হোসেন এর দুর্দান্ত ব্যাটিংয়ে, তারা সহজ জয় পায় ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। আর এই জয়েই বাংলাদেশ দল প্রথম বারের মত ত্রিদেশীয় সিরিজের শিরোপা ঘরে তোলে।
আরও সংবাদ: খেলার পাতা
বিষয়: ক্রিকেট, ত্রিদেশীয় সিরিজ, বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ