Connect with us

ক্রিকেট

৩০০ রানের উপরেও জয় পায় বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজ এর বিপক্ষে ম্যাচ জয়ের বাংলাদেশ দলের দুই নায়ক

গতকালের ম্যাচে প্রথমে ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজ দল সংগ্রহ করে ৩২১ রান ৭ ঊইকেট হারিয়ে। তারই জবাবে ব্যাট করতে নামা বাংলাদেশ দল ৩২২ রানের লক্ষ্যে পৌঁছে যায় ৭টি উইকেট হাতে রেখে।

প্রথমে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ দলের ওপেনার ক্রিস গেইল কে ম্যাচের শুরুতে সাজ ঘরে পাঠান সাইফুদ্দিন। তার পর ওপেনার লাউইস ও হোপের হাত দরে যে গতিতে এগিয়ে চলছিল, মনে হচ্ছিল আজকের ম্যাচে চারশত রানের ঊপরে লক্ষ্য দিবে তারা বাংলাদেশকে। কিন্তু শেষ পর্যন্ত তা আর হয়ে ঊঠে নি। কিন্তু বাংলাদেশ বোলারদের বোলিং তোপে পরে ওয়েস্ট ইন্ডিজ দল ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩২১ রানে থামে।

জয়ের জন্য ৩২২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশ দল প্রথম থেকে নিয়ন্ত্রনে খেলে। কিন্তু দলিয় ৫১ রানে সৌম্য সরকার আউট হয়ে গেলে ওপেনার তামিম ইকবালের সঙ্গ দেন সাকিব আল হাসান। দুই জন মিলে আবার জুটি বাদের জয়ের জন্য। কিন্তু আকস্মিক ভাবে তামিম ইকবাল রান আউট হয়ে গেলে বিপাকে পড়ে বাংলাদেশ দল। তার ঠিক পরের ওভারে মুশফিক আউট হয়ে গেলে অনেকটাই চাপের মুখে পড়ে বাংলাদেশ দল।

বাংলাদেশ দল যখন ৩টি মুল্যাবান উইকেট হারিয়ে দিশে হারা টিক তখনই সাকিন আল হাসান ও লিটন দাস দলের হাল দরে ম্যাচ জয়ের শেষ পর্যন্ত নিয়ে যান। উক্ত ম্যাচে সাকিব আল হাসান সেঞ্চুরি করে ৬ রানের মাইফ্লক ছোন আর অপর দিকে লিটন দাস নিজেস ক্যারিয়ারে আরেকটি হাফ-সেঞ্চুরি যোক্ত করেন।

আরও সংবাদ: খেলার পাতা

মন্তব্য করুন

মন্তব্য

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

ক্রিকেট - এর আরও খবর