Connect with us

ক্রিকেট

আফগানিস্তানকে হারিয়ে শীর্ষে ইংল্যান্ড

সেঞ্চুরির পর ইংল্যান্ডের অধিনায়ক মারগান

গতকালের ম্যাচে আফগানিস্তানকে ১৫০ রানের বিশাল ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠলো ইংল্যান্ড।

প্রথমে ব্যাট করতে নেমে ইংল্যান্ড দল জয়ের জন্য আফগানিস্তানকে লক্ষ্য দেয় ৩৯৮ রানের। তারই জবাবে আফগানিস্তান মাত্র ২৪৭ রানে ইমিংস শেষ করে। ফলে ইংল্যান্ড দল ১৫০ রানের বিশাল জয় পায় আফগানিস্তানের বিপক্ষে।

ইংল্যান্ডের দেওয়া ৩৯৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই ওপেনের নুর আলি জাদরান এর উইকেট হারিয়ে বসে আফগানিস্তান। তারপর অধিনায়ক নাইব ও রাহমত শাহ জুটি বাদলেও তা অরধ-শতকের পূর্বেই থামে। অধিনায়ক নাইব ৩৭ রান ও রহমত শাহ ৪৬ রানে সাজ ঘরে ফেরেন।

তাদের দুইজনের আউট হবার পর হাশমতুল্লাহ ও আফগানের ব্যাটে চড়ে প্রতিরোধ সৃষ্টি করে আফগানিস্তান। তবে তাদের ধীর গতির ব্যাটিং এ বুঝা যাচ্ছিল জয়ের আশা চেড়ে খেলছেন তারা। চতুর্থ উইকেটের পতনের পর আফগানিস্তানের আর কোন ব্যাটসম্যান বড় কোন ইনিংস খেলতে পারেন নি। দিন শেষে আফগানিস্তান দল ২৪৭ রানে থামে।

অপরদিকে প্রথমে ব্যাটিংয়ে নামা ইংল্যান্ডের ব্যাটিং দেখে বুঝা যাচ্ছিল যে তারা যেন আজকে ব্যাটিংয়ে নেমেছে ৪০০ রানের লক্ষ্যে। ঠিক তাই হল, তারা ৩৯৭ রান করে ৬ উইকেট হারিয়ে। ম্যাচে ইংল্যান্ড দলের অধিনায়ক মরগান এর ৭১ বলে ১৪৮ রানের ইনিংসটি ছিল দেখার মত। তিনি ১৪৮ রান করেন ১৭টি ছয় ও ৪টি চারের মাধ্যমে। এখন পর্যন্ত ১৭টি ছক্কা মেরে অধিনায়ক মরগান রয়েছে ২০১৯ বিশ্বকাপ আসরের এক ম্যাচে সর্বোচ্চ ছক্কা হাঁকানোদের মধ্যে শীর্ষে।

আরও সংবাদ: খেলার পাতা

মন্তব্য করুন

মন্তব্য

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

ক্রিকেট - এর আরও খবর