Connect with us

ক্রিকেট

ক্রিকেটে চালু হচ্ছে নতুন নিয়ম

ক্রিকেটকে আধুনিকায়নের লক্ষ্যে ক্রমাগত কাজ করে যাচ্ছে আইসিসি। সাথে এই খেলার বিশ্বায়নের জন্যও তারা কাজ করে যাচ্ছে। আজ আইসিসি তাদের অফিসিয়াল টুইটার পেইজে কিছু নতুন নিয়ম প্রচলন করার কথা চিন্তা করেছে। এবং এর সবগুলোই তরুণ দর্শকদের জন্য।

টেস্টে জার্সিতে নাম ব্যাবহারের কথা চিন্তা করছে আইসিসি। তরুণদের সুবিধার জন্য খেলোয়াড়দের জার্সিতে ইনস্টাগ্রাম একাউন্টের নামটাই ব্যাবহার করার কথা তারা চিন্তা করছেন।

#CricketNotAsYouKnowIT

সূত্রঃ টুইটার

টস করার মাধ্যমে ব্যাটিং বা বোলিং করার সিদ্ধান্ত অনেক পুরাতন। এর জন্য টুইটারে ভোট গ্রহণ করা হবে যাতে ভক্তরা ভোট দিয়ে তাদের সিদ্ধান্ত জানাতে পারবেন কারা আগে ব্যাট করবে।

#CricketNotAsYouKnowIT

সূত্রঃ টুইটার

মাঠের তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেন্টিগ্রেড পার হলেই খেলোয়াড়রা শর্টস পরেই মাঠে খেলার অনুমতি পাবেন এখন থেকে।

#CricketNotAsYouKnowIT

সূত্রঃ টুইটার

কয়েকবছর ধরেই শুরু হয়েছে দিবারাত্রি টেস্ট। খেলোয়াড়দের রাত্রিতে মাঠে ব্যাট করার জন্য সুবিধা হিসেবে দ্বিগুণ পরিমান রান দেবার কথা ভাবছে আইসিসি। এতে ৪ এর স্থলে রান হবে ৮ ও ৬ হলে হবে ১২।

#CricketNotAsYouKnowIT

সূত্রঃ টুইটার

অনেক ক্রিকেট খেলোয়াড়ও টেনিসের ভক্ত। তাদের জন্য নতুন কয়েকটি নামের প্রচার করতে যাচ্ছে আইসিসি। নো-বলকে ডাকা হবে ফল্টস ও ডট বলকে এইস।

#CricketNotAsYouKnowIT

সূত্রঃ টুইটার

এখন থেকে মাঠকে আরো উজ্জিবিত রাখতে ধারাভাষ্যকাররা মাঠে দাঁড়িয়েই ধারাভাষ্য দিতে পারবেন।

#CricketNotAsYouKnowIT

সূত্রঃ টুইটার

মাঠে এখন থেকে খেলা হবে হোম-এওয়ে ভিত্তিতে। এক্ষেত্রে টাই হলেও প্রতিপক্ষের মাঠে যে দলের রান বেশি হবে জয়ী হবেন তারাই।

#CricketNotAsYouKnowIT

সূত্রঃ টুইটার

কিন্তু এই সব পরিকল্পনা দেখে চোখ উপরে উঠলেও বাস্তবায়ন হবে না কোনটিও। ১লা এপ্রিল “এপ্রিল ফুল-ডে” উপলক্ষে ভক্তদের বোকা বানানোর জন্য টুইট করেছে আইসিসি। এতে সাড়াও পাওয়া যায় অনেক। অনেক ভক্ত কমেন্ট করে জানান যে তারা বোকা হননি, অনেকে মজা করে আরো কিছু নিয়মও যোগ করেছেন। যেমন ডিআরএস যেন স্ন্যাপচ্যাটের মত জনপ্রিয় সোস্যাল মিডিয়াতে দেখানো হয়। সাথে কেউ সেঞ্চুরি করলে ফুড ডেলিভারি সিস্টেমের মাধ্যমে মাঠেই উদযাপনি খাওয়া-দাওয়ার ব্যাবস্থা করতে পারে।

 

মন্তব্য করুন

মন্তব্য

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

ক্রিকেট - এর আরও খবর