Connect with us

ক্রিকেট

সিরিজ জয় নিশ্চিত করলো ইংল্যান্ড

গতকালের ম্যাচে জেসন রয় ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন

ইংল্যান্ড গতকাল পাকিস্থানের বিপক্ষে পাঁচ ম্যাচের মধ্যে তিন ম্যাচ জয় করে সিরিজ জয় নিশ্চিত করেছে।

ইংল্যান্ড টসে জিতে প্রথমে ব্যাট করতে পাটায় পাকিস্থান কে। ব্যাটিংয়ে নেমে পাকিস্থান দল প্রথমেই চাপের মধ্যে পড়ে। ওপেনার ইমাম উল হক ইঞ্জুরিতে পড়ে যান ম্যাচের প্রথমেই। পরে দলের এই চাপের সময় ফাখার জামান, বাবর আজম, মুহাম্মাদ হাফিজ ও সুয়েব মালিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

বাবর আজম এর ব্যাট থেকে আসে ১১৫ রানের ইনিংস। ফাখার জামান ও মুহাম্মাদ হাফিজের কাছ থেকে আসে ৫৭ ও ৫৯ রান। শেষে সুয়েব মালিক এর কাছ থেকে আসা ২৬ বলে ৪১ রানের ইনিংসটি ভালোই সংগ্রহ এনে দেয় পাকিস্থান দলকে। ৫০ ওভার শেষে পাকিস্থান সংগ্রহ করে ৭ উইকেট হারিয়া ৩৪০ রান। ইংল্যান্ড হয়ে ৪টি উইকেট নেন টম কুরান। ২টি মার্ক উড ও ১টি উইকেট আসে আরচার এর কাছ থেকে।

৩৪১ রানের লক্ষ্যে ব্যাটিং ভালো করে ইংল্যান্ড দল। দলিয় রান ৯৩ এর সময় ওপেনার জেমস ভিন্স আউট হলেও। ওপেনার জেসন রয় ও জয় রুট রানের গতি টিকই ধরে রাখেন। দলিয় রান ২০১ হওয়ার পর ওপেনার জেসন রয় আউট হয়ে যান ৮৯ বলে ১১৯ রান করে। তার কিছুক্ষন পর জয় রুট, জস বাটলার ও মইন আলীর উইকেট হারিয়েফেলেন। তাদের এই তাড়াতাড়ি উইকেট হারানর ফলে ইংল্যান্ড দল কিছুটা চাপের মুখে পরে। সেই সময় দলের হাল ধরেন ভেন স্টক ও টম কুরান। তাদের শেষ মুহূর্তে ভালো খেলার জন্য ইংল্যান্ড দল ৩ উইকেট হাতে রেখেই ৩৪১ রানের লক্ষ্যে পৌঁছে যায়।

আর এই জয়ের ফলে পাকিস্থান ও ইংল্যান্ড সিরিজে, ইংল্যান্ড ৩-০ তে ইতিমধ্যে সিরিজ জয় নিশ্চিত করে নিয়েছে। আগামী ১৯ই মে আবার ইংল্যান্ড মুখামুখি হবে পাকিস্থানের বিপক্ষে পঞ্চম ম্যাচের জন্য।

আরও সংবাদ: খেলার পাতা
বিষয়: ক্রিকেট, ইংল্যান্ড, পাকিস্থান

মন্তব্য করুন

মন্তব্য

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

ক্রিকেট - এর আরও খবর