Connect with us

ক্রিকেট

অস্ট্রেলিয়া দলে পুনরায় সুযোগ পাওয়া চ্যালেঞ্জিং স্মিথ ও ওয়ার্নারের

Warner-Smith

সামনেই আসছে ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ লডাই বিশ্বকাপ ক্রিকেট। এইবারে আয়োজন হচ্ছে ইংল্যান্ডে। এই কিছুদিন আগেও গতবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া নিজেদের হারিয়ে খুঁজছিল। দলের অবস্থা এতটাই খারাপ ছিল যে ঘরের মাটিতেও নাকানিচুবানি খেতে হয়েছে তাদের। কিন্তু এই বাজে অবস্থার শেষ দেখতে পারছে টিম অস্ট্রেলিয়া। সম্প্রতি ভারতের বিপক্ষে সিরিজ জয়, সাথে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার সম্ভাবনা তাদেরকে নতুন আত্মবিশ্বাস যুগিয়েছে।

অস্ট্রেলিয়ার এই দুর্দশা শুরু হয়েছে তাদের ক্যাপ্টেন ও ভাইস-ক্যাপ্টেন স্মিথ ও ওয়ার্নারের নিষেধাজ্ঞায়। বল টেম্পারিং এর অভিযোগে এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন এই দুইজন। কিন্তু সম্প্রতি এর নিষেধাজ্ঞা শেষ হয়েছে। দলে ফিরে আসার আসায় আছেন এই দুইজন।

পুরো অস্ট্রেলিয়া দল পাকিস্তানের সাথে এওয়ে ম্যাচের জন্য দুবাই আছেন। চতুর্থ একদিনের ম্যাচে জয় পাবার পর সংবাদমাধ্যমে আসেন বর্তমান অধিনায়ক অ্যারন ফিঞ্চ।

অ্যারন ফিঞ্চ-এর মতে অস্ট্রেলিয়া দল এখন ভাল অবস্থানেই আছে। সবাই অসাধারণ খেলে যাচ্ছেন। সেই হিসেবে নতুন কাউকে দলে নেয়া খুবই কঠিন কাজ। এই নিয়ে তাদের নিজেদের মাঝেও সিদ্ধান্ত নেয়া খুব জটিল হয়ে উঠেছে। সাথে তাদের ১৫ জন সদস্যের ভারসাম্য রাখাও প্রয়োজন। স্থিতিশীল এই অবস্থা থেকে কাউকে বাদ দেয়া আসলেই কষ্টকর।

বর্তমানে অস্ট্রেলিয়ার হয়ে চমৎকার ফর্মে আছেন ম্যাক্সওয়েল, হ্যান্ডসকম্ব ও উসমান খাজাদের মতো খেলোয়াড়রা। এদের থেকে কাউকে বাদ দিয়ে ওয়ার্নার ও স্মিথের দলে সুযোগ পাওয়া খুব কঠিন বলে ধারণা অস্ট্রেলিয়া দলের বর্তমান অধিনায়কের।

 

মন্তব্য করুন

মন্তব্য

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

ক্রিকেট - এর আরও খবর