Connect with us

ক্রিকেট

ইনজুরি কাটিয়ে ফিরেছেন তাসকিন

Taskin
সূত্রঃ ইন্টারনেট

চোট কাটিয়ে ফিরেছেন পেসার তাসকিন। সামনেই আসছে বিশ্বকাপ। দলে স্থান পাবার জন্য চোটের পর আর বিশ্রাম নেননি তিনি। ডিপিএল এ মাঠে নেমে পরেছেন তিনি।

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন আজকে গভীর মনোযোগ সহকারে দেখেছেন তাসকিনের ম্যাচ। বড় একটি ইনজুরি থেকে ফিরেছেন এই পেসার। ফিরতি ম্যাচে কেমন করেন এইটা নিয়েই আগ্রহ ছিল নির্বাচকের।

বিশ্বকাপের বেশি দিন বাকি নেই আর। কিছুদিন পরেই বাংলাদেশ সলের স্কোয়াড ঘোষণা দিতে হবে। দলে কে থাকবেন না থাকবেন তা নিয়ে ভক্তদের মাঝে চলছে বিভিন্ন জল্পনা-কল্পনা। ইংলিশ কন্ডিশনে তাসকিনের পেস খুবই দরকার বাংলাদেশ দলের জন্য। আর চোটের কারণে মাঠের বাইরে ছিল তাসকিন। নির্বাচকদের মতে তাসকিন মাঠে কোন খেলাতে ছিল না। এর ফলেই তারা তাসকিনকে রাখবে কি-না তা নিয়ে সংশয় ছিল। এর জন্যই দ্রুতই মাঠে ফিরে এসেছেন তিনি।

কিন্তু প্রত্যাবর্তনের এই ম্যাচে বেশি ভাল করতে পারেননি এই পেসার। চাপে পরেই হয়তো প্রথম বলেই চার দিয়েছেন। ৫ ওভারে ৩৬ রান দিয়ে ব্যায়বহুল বোলিংও করেন তিনি। কিন্তু নির্বাচক সেই দিকে নজর দিচ্ছেন না। তাদের মতে অনেক ক্রিকেটারেরি ইনজুরি থেকে ফিরে ফর্ম থাকে না। মূলত তাসকিনের রানিং কেমন তা নিয়েই নির্বাচকদের আগ্রহ ছিল। এবং সেটা দিয়েই নির্বাচকদের সন্তুষ্ট করতে পেরেছেন তাসকিন।

তাসকিনের ইনজুরি থেকে ফেরার ম্যাচে অবশ্য জয় নিয়েই ফিরেছে তার দল রূপগঞ্জ। উত্তরাকে হারিয়েছে ৯ উইকেটের ব্যাবধানে। ১১ ম্যাচে ১০ জয়, ২০ পয়েন্ট নিয়েই তার উত্তীর্ণ হয়েছে সুপার লিগে। এর ফলে আরো কিছু ম্যাচ খেলতে পারবে তাসকিন। ফলে নির্বাচকদেরও সুবিধা হবে দল বাছাইয়ে।

 

মন্তব্য করুন

মন্তব্য

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

ক্রিকেট - এর আরও খবর