Connect with us

ক্রিকেট

এবার ইনজুরিতে মাহমুদউল্লাহ রিয়াদ

mahmudullah

খুব শীঘ্রই পর্দা উঠতে যাচ্ছে ক্রিকেটের সর্বোচ্চ আসর বিশ্বকাপের। আর মাত্র দুই মাস বাকি। কিন্তু বিশ্বকাপের আগেই দুঃসংবাদের মুখোমুখি বাংলাদেশ দল।

বিশ্বকাপের আগে থেকেই ইনজুরির কবলে বাংলাদেশ দল। তামিম, সাকিব, মুশফিক থেকে আরো অনেকেই ইনজুরিতে ছিল। কয়েকজনের চলছে পুনর্বাসন প্রক্রিয়া। এরই মাঝে আরেক দুঃসংবাদ নিয়ে আসলেন বাংলাদেশ দলের আরেক অভিজ্ঞ তারকা মাহমুদউল্লাহ রিয়াদ। বিসিবির পক্ষ থেকে পরবর্তীতে তার ইনজুরির খবর নিশ্চিত করা হয়েছে।

বিসিবির চিকিৎসক জানিয়েছেন, নিউজিল্যান্ড সফরে কাঁধে চোট পান এই অলরাউন্ডার। সেখানেই তার এমআরআই করা হয়, যার রিপোর্ট আসে গতকাল। রিপোর্ট থেকেই তার ইনজুরির মাত্রা সম্পর্কে সকলে অবগত হন। চিকিৎসক রিয়াদের ইনজুরিকে গ্রেড-থ্রি টিয়ার বলে উল্লেখ করেন, যেটি এখন আশঙ্কাজনক অবস্থায় আছে।

ইনজুরি এর সংবাদের পর তাকে ১৫ দিনের বিশ্রাম দেয়া হয়েছে। এর পর তার পুনর্বাসন প্রক্রিয়া শুরু হবে। এতেও সুস্থ না হলে অস্ত্রোপচারের শরণাপন্ন হতে হবে তাকে, যার ফলে বিশ্বকাপে অংশ নিতে পারবেন না মাহমুদউল্লাহ রিয়াদ।

সিনিয়র সদস্য সাকিবের ইনজুরির ফলে টেস্টে বাংলাদেশ দলের নেতৃত্বের ভার ছিল রিয়াদের ঘাড়ে। গত বিশ্বকাপে অস্ট্রেলিয়াতে তিনি ব্যাটিং চমক দেখিয়েছিলেন। করেছিলেন বাংলাদেশীদের পক্ষ থেকে বিশ্বকাপে প্রথম সেঞ্চুরি। এবং একই বিশ্বকাপে পরপর দুইটি সেঞ্চুরি।

বিশ্বকাপের আগে এই সিনিয়র প্লেয়ারের ইনজুরি নিয়ে আর তেমন কিছু বলছেন না ডাক্তাররা। কিন্তু বিশ্বকাপের আগে ঠিক এই মুহূর্তে ইনজুরিটি সবার কপালে চিন্তার ভাঁজ এনে দিয়েছে।

 

মন্তব্য করুন

মন্তব্য

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

ক্রিকেট - এর আরও খবর