Connect with us

ক্রিকেট

ওয়ার্নারের ব্যাটে চড়ে জয় পেল হায়দ্রাবাদ

warner

বলতে গেলে আজ দিনটাই ছিল ওয়ার্নারের। অস্ট্রেলিয়া টিম হতে একবছরের নির্বাসন শেষ হল আজকেই। এই একবছরে মিডিয়ার সামনে তেমন করে দেখা যায়নি তাকে। শেষের দিকে ভক্তরা তাকে বিভিন্ন ক্রিকেট লিগেই দেখেছে। আজকে রাতে আইপিএল ম্যাচে তার আগমনী বার্তা সবার কাছে পৌছাল ব্যাট দিয়েই।

বল টেম্পারিংয়ের দায়ে মিলেছিল এক বছরের নিষিদ্ধ হবার শাস্তি। আইপিএলএ আসার আগে তাই জাতীয় দলের কোন চাপ ছিল না তার। আজকেই তার শাস্তির শেষ দিন। এই ওয়ার্নার ঝড় তুলেই আজকে জেতালেন তার টিম সানরাইজার্স হায়দরাবাদকে। হারালেন স্মিথের রাজস্থান রয়্যালসকে ৫ উইকেটের ব্যাবধানে।

হায়দ্রাবাদের সামনে বিশাল এক রানের পাহাড় দাঁড় করিয়েছিল রাজস্থান। রাহানের (৭০) ও স্যামসনের (১০২) ব্যাটে চড়ে তারা রান জড়ো করে ১৯৮, দুই উইকেটের বিনিময়ে।

একটা সময় এত বোড় স্কোরের আশাও করছিল না রাজস্থান। ১৭ তম ওভার শেষে রান তাদের ১৪০। কিন্তু ১৮ তম ওভারেই ভুবনেশ্বর কুমারের কাছ থেকে ২৪ রান নিলেন স্যামসন। ভুবনেশ্বর কুমারের শেষ ২০ তম ওভার থেকে আসল আরো ২১ রান। শেষ ৩ ওভারে ৫৮ রান নিয়ে পাহাড় দাঁড় করিয়েছে রাজস্থান।

কিন্তু ওয়ার্নার পরবর্তীতে যেভাবে ব্যাট শুরু করেন লক্ষ্য তাতে ছোটই মনে হতে থাকে। ৫ ওভারের আগেই দলীয় রান ৫০। নবম ওভারে ১০০। ওয়ার্নারই খেলেছেন ৩৭ বলে ৬৯ রানের ঝড়ো ইনিংস। ওয়ার্নার ও বেয়ারস্টো আউট হবার পর কচুকাটা করে শংকর। খেলেন ১৫ বলে ৩৫ রানের ইনিংস। তাতেই লক্ষ্যের অনেক কাছে চলে আসে হায়দ্রাবাদ। পরবর্তীতে ১৯ তম ওভারের শেষ ১ বলে রশিদ খান চার ও ছক্কা মেরে ম্যাচ শেষ করে দিয়ে আসেন।

সংক্ষিপ্ত স্কোরঃ

রাজস্থান রয়েলসঃ ১৯৮-২

সানরাইজ হায়দ্রাবাদঃ ২০১-৫

মন্তব্য করুন

মন্তব্য

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

ক্রিকেট - এর আরও খবর