Connect with us

ক্রিকেট

কারেনের হ্যাট্রিকে জয় পাঞ্জাবের

karen

দিল্লির লক্ষ্য ছিল মাত্র ১৬৭ রানের। ১৬ ওভার ৩ বলেই করে ফেলেন ১৪৪ রান ৩ উইকেটের বিনিময়ে। স্বপ্ন দেখছিল ম্যাচ জয়ের। কিন্তু তা পূরণ করতে দেননি পাঞ্জাবের কারেন। তার হ্যট্রিকে জয় পায় পাঞ্জাব।

গতকাল ম্যাচে কারেন করেন নতুন এক রেকর্ড। ভাঙ্গেন আর কারো নয়, স্বয়ং রোহিত শর্মার রেকর্ডই। সবচেয়ে কম বয়সে হ্যাট্রিক!

ভারতীয় ক্রিকেটের ‘হিটম্যান’ খ্যাত রোহিত শর্মা ২০০৯ সালে গড়েন এই রেকর্ড। বড় বড় ছক্কা মারা এই ক্রিকেটার যে বোলিংয়েও কার্যকর তা তিনি তখনই দেখিয়েছেন, মাত্র ২২ বছর ৬ দিন বয়সে।

২০০৯ সালে ডেকান চার্জাসের হয়ে এই রেকর্ড করেন রোহিত শর্মা। অধিনায়ক অ্যাডাম গিলক্রিস্ট-এর বদৌলতে। মুম্বাইয়ের বিপক্ষে নেমে ম্যাচ হারের দিকে ছিল ডেকান। তখনই ১৬ তম ওভারে অধিনায়ক নিয়ে আসেন রোহিত শর্মাকে বোলিংয়ে। সেখান থেকে হ্যাট্রিক করেন তিনি। হয়ে যান ম্যাচ জয়ের নায়ক।

১০ বছর পর সেইরকম এক ঘটনার পুনরাবৃতি করেন পাঞ্জাবের কারেন। ১৮ তম ওভারের শেষ বলে উইকেট নেন তিনি। পরবর্তীতে আসেন শেষ ওভারের বোলিংয়ে। ততক্ষণে দিল্লির জয়ের সমীকরণ চলে যায় এক ওভারে ১৫ রান, দুই উইকেট হাতে। কিন্তু কারেনের তোপে তা আর সম্ভব হয়নি। ওভারের প্রথম দুই বলেই তুলে নেন বাকি দুই উইকেট। পূর্ণ করেন তার হ্যাট্রিক। ম্যাচ শেষে মাত্র ২.২ ওভার বল করেই ১১ রানে কারেন নেয় ৪ উইকেট। আর এই হ্যাট্রিকে নতুন করে রেকর্ড গড়েন কারেন। ২০ বছর ৩০২ দিনে হ্যাট্রিক করে আইপিএল ইতিহাসে সবচেয়ে কনিষ্ঠ হ্যাট্রিককারী হিসেবে নাম তুলে ফেলেন তিনি। ভাঙ্গেন রোহিত শর্মার পুরোনো সেই রেকর্ড।

আইপিএল এর হয়ে প্রথমবারে মত মাঠে নামেন কারেন ঠিক আগের ম্যাচে। এই দুইম্যাচে তার মোট শিকার ৬ উইকেট। নতুন করে আলোর ঝলকানি দেখাচ্ছেন এই তরুণ। আর তার এই অসাধারণ পারফর্মেন্স দিয়ে ম্যাচটি জিতে নেয় পাঞ্জাব।

 

মন্তব্য করুন

মন্তব্য

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

ক্রিকেট - এর আরও খবর