Connect with us

ক্রিকেট

ক্রিকেটীয় চেতনা বুঝিয়ে দিলেন পান্ডিয়া

pandia

এইবারের আইপিএল রান, উইকেট ছক্কা এইসব থেকেও বেশি আলোচনায় আসছে মানকাড আউট। মূলত ক্রিকেটীয় চিন্তা থেকেই অনেক আলোচনা হচ্ছে এই নিয়ে, যেখানে খলনায়কের ভূমিকায় ছিলেন অশ্বিন। আজকে আবারো এই মানকাড আউটের সুযোগ হয়েছিল মুম্বাই ইন্ডিয়ানস ও পাঞ্জাবের ম্যাচে। কিন্তু পান্ডিয়া অশ্বিনের পথে হাটেননি।

রাজস্থান রয়্যালসের সাথে কিংস ইলেভেন পাঞ্জাবের ম্যাচে জস বাটলারকে মানকাড আউট করেন রবিচন্দ্রন অশ্বিন। ক্রিকেটীয় চিন্তা থেকে সেটার অনেক সমালোচনা করছেন প্রবীন ক্রিকেটাররা।

কিন্তু আজকেই এই ঘটনা ঘটে স্বয়ং অশ্বিনের দলের বিপক্ষেই। মুম্বাই ইন্ডিয়ান্সের ১৭৭ রানের লক্ষ্যে ব্যাট করছিলেন পাঞ্জাবের আগারওয়াল। ৯.৩ ওভার শেষে পাঞ্জাবের স্কোর ৮০। চতুর্থ বলে হঠাৎ করে থেমে যান পান্ডিয়া। দেখা যায় ক্রিজ থেকে অনেকটা দূরে এগিয়ে গিয়েছেন আগারওয়াল। চাইলেই আউট করতে পারতেন পান্ডিয়া। কিন্তু তিনি তা না করে সতর্ক করে দেন ব্যাটসম্যানকে। যা সবাইকে ভদ্রলোকের খেলার চেতনা নিয়ে শিক্ষা দেয়, স্বয়ং অশ্বিনকেও তিনি তা দেখান।

পরবর্তীতে আগারওয়াল আউট হন পান্ডিয়ার হাতে ক্যাচ দিয়েই। কিন্তু ম্যাচ হারে মুম্বাই। কিন্তু ম্যাচ হেরেও এই ছোট্ট ঘটনায় সবার সন্মান জিতে নেয় ক্রুনাল পান্ডিয়া।

 

মন্তব্য করুন

মন্তব্য

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

ক্রিকেট - এর আরও খবর