Connect with us

ক্রিকেট

নাটকীয় জয় পেল দক্ষিণ আফ্রিকা

দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কার টি২০ ম্যাচে নাটকীয়তার সাক্ষী হয়ে রইল কেপটাউন। ২০ তম ওভারে সাউথ আফ্রিকার প্রয়োজন ছিল ৫ রানের, পরে সেখান থেকে ২ বলে ২। ক্রিজে ছিলেন অন্যতম সেরা ব্যাটসম্যান ডুমিনি।কিন্তু খেলাটি শেষ করে যেতে পারনেননি তিনি। তার আগেই রান আউট ডুমিনি।

শেষ বলে সাউথ আফ্রিকার দরকার ২ রান, ১ রান হলে সুপারওভার পাবে তারা। উদানার করা বল ব্যাটসম্যান মিস করে পাঠালো উইকেটকিপার ডিকোয়েলার কাছে, আফ্রিকান দুই ব্যাটসম্যান ততক্ষণে তাদের দৌড় শুরু করে দিয়েছে। কিন্তু ভুলটা করলেন উইকেটকিপারই। স্ট্যাম্প ভাঙ্গতে ব্যার্থ তিনি। ফলে পাওয়া গেল সুপারওভার।

সুপার ওভারে মালিঙ্গার মুখোমুখি হন ডেভিড মিলার। নেন ১৪ রান। কিন্তু শ্রীলঙ্কা প্রোটিয়াদের করা এই রান নিতে ব্যার্থ হয় তাহিরের করা ওভারটি থেকে। তারা সেই ওভারে ৯ রান নিয়েই হেরে যায় শ্রীলঙ্কা। যার ফলে সুপারওভারে জয়ী দল পাওয়া যায় দক্ষিণ আফ্রিকাকে।

নাটকীয় এই ম্যাচের ম্যান-অফ-দ্যা-ম্যাচ ঘোষণা করা হয় মিডলঅর্ডারে দুর্দান্ত ব্যাটিং করা ডেভিড মিলার।

মন্তব্য করুন

মন্তব্য

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

ক্রিকেট - এর আরও খবর