Connect with us

ক্রিকেট

পাকিস্তান বনাম আফগানিস্তানের প্রস্তুতি ম্যাচ আজ

বিশ্বকাপের পূর্বে প্রথম প্রস্তুতি ম্যাচ আজ

২০১৯ বিশ্বকাপের সময় ঘনিয়ে এসেছে। আর মাত্র সামান্য কয়েকদিন বাকি। তাই বিশ্বকাপের আমেজ চলছে অংশগ্রহন কারি দল গুলোর মধ্যে।

বিশ্বকাপের পূর্বে আজ প্রথম প্রস্তুতি ম্যাচে আফগানিস্তান মুখামুখি হবে পাকিস্তানের।

এদিকে পাকিস্তান দল বিশ্বকাপের এক মাস পূর্বে ইংল্যান্ড সফরে আসে। সেখানে তাঁদের ইংল্যান্ডের সাথে পাঁচ ম্যাচ সিরিজ ছিল। সিরিজে পাকিস্তান একটি ম্যাচেও জয়ের স্বাদ পায়নি। ভালো ব্যাটিং লাইন আপ থাকা সত্ত্বেও বাজে বোলিংয়ের জন্য ইংল্যান্ডের সাথে সবগুলো ম্যাচ হারে পাকিস্তান।

পাকিস্তান দল বোলারদের বাজে বোলিংয়ের জন্য স্কোয়াডে না থাকা মুহাম্মাদ আমির দলে ডাক পেয়েছেন। তাকে পেয়ে পাকিস্তান দল স্বস্তির নিশ্বাস ফেলে। কারন মুহাম্মাদ আমির বরাবর ইংলিশ কন্ডিশনে ভালো বোলিং করেন। তাই তাকে নিয়ে পাকিস্তান দল আশায় আছে।

এখন আফগানিস্তান দলের দিক দেখা যাক। আফগানিস্তান বিশ্বকাপের পূর্বে ইতিমধ্যে আয়ারল্যান্ডের সাথে দুই ম্যাচ সিরিজ খেলে এসেছে। সিরিজে প্রথম ম্যাচে আফগানিস্তান ৭২ রানে আয়ারল্যান্ডের কাছে হারলেও দ্বিতীয় ম্যাচে ১২৬ রানের জয় তুলে নেয় আয়ারল্যান্ডের কাছ থেকে।

পাকিস্তান ও আফগানিস্তান এর বোলিং ও ব্যাটিং লাইন আপ লক্ষ্য করলে বুঝা যাবে, দুই দলের মধ্যে কেও কারও থেকে কম নয়। পাকিস্তানের যেমন আফগানিস্তানের হারানোর ক্ষমতা রাখে ঠিক একই ভাবে আফগানিস্তানো পাকিস্তানকে হারানোর ক্ষমতা রাখে।

বিশ্বকাপ ক্রিকেটে পাকিস্তান ও আফগানিস্তান স্কোয়াডে যারা আছেন:

পাকিস্তান স্কোয়াড:
ক্যাপ্টেন সারফারাজ আহমেদ, ইমাম উল হক, ফাখার জামান, বাবর আজম, মুহাম্মাদ হাফিজ, সুয়েব মালিক, ইমাদ ওয়াসিম, শাহাদাত খান, হাসান আলী, মুহাম্মাদ আমির, ওয়াহাব রিয়াজ, আসিফ আলী, সাহিন আফ্রিদি, মুহাম্মাদ হাস্নাইন ও হারিস সুহেল।

আফগানিস্তান স্কোয়াড:
ক্যাপ্টেন গুল্বাদিন নাইব, মুহাম্মাদ শাহজাদ, হাযরাতুল্লাহ জাজাই, রাহমাত শাহ, হাস্মাতুল্লাহ শাহিদি, আসগর আফসান, মুহাম্মাদ নাবি, নাজিবুল্লাহ জাদ্রান, রাসিদ খান, দাউলাত জাদ্রান, মুজিবুর রহমান, নুর আলী জাদ্রান, শাহমিউল্লাহ সেনোয়ারি, আফতাব আলম ও হামিদ হাসান।

আরও সংবাদ: খেলার পাতা

মন্তব্য করুন

মন্তব্য

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

ক্রিকেট - এর আরও খবর