Connect with us

ক্রিকেট

পাকিস্থানের সাথে দ্বিতীয় জয়ের দেখা পেলো ইংল্যান্ড

সেঞ্চুরি করার জনি ব্রেইস্টও

ইংল্যান্ড-পাকিস্থান সিরিজের তৃতীয় ম্যাচে ইংল্যান্ডের কাছে পাকিস্থান হেরে যায় ৬ উইকেটে। এতে ইংল্যান্ড ২-০ তে সিরিজে এগিয়ে যায় পাকিস্থান থেকে।

ইংল্যান্ড টসে জিতে প্রথমে ব্যাট করতে পাঠায় পাকিস্থান কে। ব্যাটিংয়ে নেমেই শুরুতেই পাকিস্থান উইকেট হারিয়ে ফেলে ওপেনার ফাখার জামানের। তিনি গতকালের ম্যাচে মাত্র ২ রান করে আউট হয়ে যান। ফাখার জামান আউট হবার পর পাকিস্থান দল ওপেনার ইমাম উল হক এর হাত ধরে এগুতে থাকে। ফাখার জামান আউট হওয়ার পর বাবর আজম এসে ইমামের সঙ্গ দেন। কিন্তু সেটা বেশি সময়ের জন্য না। বাবর আজম আউট হয়ে যান দলিয় রান যখন ২৭। পাকিস্থান মাত্র ২৭ রানে ২টি উইকেট হারিয়ে পথও হারাতে বসেছিল। টিক তখনই ইমামের সঙ্গ দেন একে একে হারিস সুহেল, সারফারাজ আহমদ, আসিফ আলী। মুলত তাদের হাত ধরেই পাকিস্থান ৫০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে করে ৩৫৮ রান।

পাকিস্থান দলের ব্যাটিংয়ে গতকাল দুর্দান্ত ইনিংস খেলেন ইমাম উল হক। তিনি দলের পক্ষ হয়ে করেন ১৫১ রান। ৫২ রান আসে আসিফ আলীর কাছ থেকে আর ৪১ রান আসে হারিস আলীর কাছ থেকে। অপরদিকে ইংল্যান্ড দলের হয়ে ৪ টি উইকেট নেন ক্রিস ওয়াকিস। ২টি উইকেট নেন টম কুরান আর ১টি করে নেন ডেবিট উইলি ও লিয়াম প্লানকিট।

এইদিকে ৩৫৯ রানের তাড়া করতে নেমে ইংল্যান্ডও কম যায়নি। ইংল্যান্ড এর ওপেনিং ব্যাটসম্যান জেসন রয় আর জনি ব্রেইস্টও এর কাছ থাকে আসে ১৫৯ রানের একটি দুর্দান্ত ইনিংস। দলিয় রান যখন ১৫৯, তখন জেসন রয় আউট হয়ে যান ফাহিম আসরাফের বলে ৭৬ রান করে। অল্পের জন্য জেসন রয় সেঞ্চুরি হাত ছাড়া হয়ে যায়। কিন্তু অপর ওপেনার জনি ব্রেইস্টও একই ভুল করেন নি, তিনি তুলে নেন তার ক্যারিয়ারের আরেকটি সেঞ্চুরি। তিনি ৯৩ বলে ১৩১ রানের এক দুর্দান্ত ইনিংস খেলেন ঐ ম্যাচে। দুই ওপেনার ব্যাটসম্যান থেকে আশা রানে ইংল্যান্ড অনেকটাই জয়ের দিকে পৌঁছে যায়। পরে অবশ্য জয়ই রুট, ভেন স্টক শেষে মঈন আলী আর ক্যাপ্টেন মরগানের হাত ধরেই ইংল্যান্ড দল তাদের ৩৫৯ রানের লক্ষ্যে পৌঁছে যায়।

ইংল্যান্ড হয়ে সর্ব উচ্চ রান করেন জনি ব্রেইস্টও। তার কাছ থেকে আসে ১৩১ রান। জেসন রয় করেন ৭৬ রান, জয়ই রুট ৪৩ রান, ভেন স্টক ৩৭ রান, মঈন আলী ৪৬ রান আর ক্যাপ্টেন মরগান করেন ১৭ রান। তাদের হাত ধরেই ইংল্যান্ড ৬ উইকেটে জয় পায় পাকিস্থানের বিপক্ষে। পাকিস্থানের হয়ে ১ টি করে উইকেট পান জুনাইদ খান, ইমাদ ওয়াসিম আর ফাহিম আশরাফ।

উক্ত ম্যাচে জনি ব্রেইস্টও ৯৩ বলে ১৩১ রানের দুর্দান্ত ইনিংস খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন।

আরও খেলা: খেলার পাতা
বিষয়: ক্রিকেট, পাকিস্থান, ইংল্যান্ড

মন্তব্য করুন

মন্তব্য

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

ক্রিকেট - এর আরও খবর