Connect with us

ক্রিকেট

ফাইনালে বাংলাদেশ মুখামুখি হবে ওয়েস্ট ইন্ডিজের

ফাইনালে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ

মে মাসের প্রথম দিকে আয়ারল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশ মিলে ত্রিদেশীয় সিরিজের আয়োজন করে। ২০১৯ বিশ্বকাপের পূর্বে এ সিরিজটি ছিল প্রত্যেকের জন্য বিশ্বকাপের প্রস্তুতির মত।

ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ দলকে এবার খুবই ভালো অবস্থানে দেখা যায়। ২০১৯ বিশ্বকাপের পূর্বে এই সিরিজে বাংলাদেশ দল তাদের ব্যাটিং বোলিং সব দিকেই ভালো খেলতে দেখা যায়। এই সিরিজে যাবার পূর্বে ক্যাপ্টেন মাসরাফি যে বলেছিলেন- সেখানে সবাইকে খেলার সুযোগ দেয়া হবে। এই কথার যথার্থ প্রমান মেলে। কারন সিরিজে প্রত্যেক ম্যাচে প্রায় প্রত্যেক খেলোয়াড় খেলার সুযোগ পেয়েছেন। আর সবাই সুযোগ টাও কাজে লাগিয়েছেন। তাইতো সিরিজে বাংলাদেশ দল প্রত্যেক ম্যাচে জয়ের সুবাস পায়।

বাংলাদেশের পরে ওয়েস্ট ইন্ডিজও কম যায় নি। বোলিংয়ে তেমন ভালো না করতে পারলেও ব্যাটিংয়ে ভালো করেছে সব ব্যাটসম্যান। তাদের ওপেনিং জুটিতো সব সময়ই ভালো রান এনে দিয়েছে তাদের দলের জন্য। কিন্তু সিরিজে ওয়েস্ট ইন্ডিজ দল আয়ারল্যান্ডের সাথে ম্যাচে জিতলেও বাংলাদেশের বোলিং এবং ব্যাটিং এর কাছে তাদের পরাজয় মেনে নিতে হয়েছে প্রত্যেক ম্যাচেই।

তবে ত্রিদেশীয় সিরিজে সবচেয়ে বেশি খারাপ অবস্থানে ছিল আয়ারল্যান্ড। সিরিজে শুধু বাংলাদেশের সাথে এক্টিম্যাচে বৃষ্টির জন্য ম্যাচ পরিত্যক্ত হয়। আর বাকি সব ম্যাচেই তাদের হারের স্বাদ গ্রহন করতে হয়।

তবে এখন ত্রিদেশীয় সিরিজের ফাইনালের জন্য অপেক্ষা। কে শিরোপা জিতবে, বাংলাদেশ নাকি ওয়েস্ট ইন্ডিজ। আজ বাংলাদেশ সময় বিকাল ৩.৪৫ মিনিটে আয়ারল্যান্ডের, দ্য ভিলেজ ডাব্লিনের মাঠে ম্যাচটি অনুষ্টিত হবে।

এক নজরে দেখে নেওয়া যাক ফাইনালে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ দলের একাদশে যাদের দেখা যেতে পারে:

বাংলাদেশ দলে:
তামিম ইকবাল, লিটন দাস/সরকার, সাকিব আল হাসান/ মেহদি হাসান, মুশফিকুর রহিম, মুসাদ্দেক হোসেন, মাহমুদুল্লাহ, সাব্বির রাহমান, মাসরাফি, মুহাম্মাদ সাইফুদ্দিন, মুহাম্মাদ মিটুন, রুবেল হুসেন, আবু জাহিদ, মুস্তাফিজ, তাসকিন।

ওয়েস্ট ইন্ডিজ দলে:
সাই হোপ, সুনিল আম্ব্রিস, ব্রাভ, রস্টন চেইস, জনাথান চেন্টার, জেসন হউল্ডার, ফেবিন এলিন, আশ্লে, রায়মন রেইফার, কেমার রউছ, সেল্ডন কেট্রিল, জন ক্যাম্পবিল, শানন গাব্রিল, শেইন ডউরিচ।

আরও সংবাদ: খেলার পাতা
বিষয়: ক্রিকেট, ত্রিদেশীয় সিরিজ, বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড

মন্তব্য করুন

মন্তব্য

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

ক্রিকেট - এর আরও খবর