Connect with us

ক্রিকেট

বিয়ের সানাই বাংলাদেশ ক্রীড়াঙ্গনে

বিয়ের শানাই বাজছে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে। কিছুদিন আগেই বিয়ে করলেন বাংলাদেশি হার্ডহিটার সাব্বির রহমান। এইবার তার দেখানো পথেই নতুন জুটি শুরু করতে যাচ্ছেন আরো তিন ক্রিকেটার- মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান এবং মমিনুল হক।

মেহেদী হাসান মিরাজ

বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সদস্য অলরাউন্ডার বিয়ে করছেন আজ। নিউজিল্যান্ড সফরেই তিনি তার বিয়ের কথা জানিয়েছেন মিডিয়াকে। বিয়ে করছেন খুলনার মেয়ে রাবেয়া আখতার প্রীতিকে, যার সাথে মিরাজের প্রেমের সম্পর্ক প্রায় ৬ বছর ধরে। ঘরোয়া পরিবেশেই আকদ করে রাখবেন এই অলরাউন্ডার। বিয়ের অনুষ্ঠান করবেন বিশ্বকাপের পর।

মুস্তাফিজুর রহমান

বাংলাদেশ দলের অন্যতম পেসার মুস্তাফিজুর রহমান বিয়ে করছেন খালাত বোন সামিয়া পারভিন শিমুকে। কনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী। তিনিও তার বন্ধু মিরাজের মতই আকদ কাল করে ফেলবেন, বিয়ের অনুষ্ঠান করবেন বিশ্বকাপের পরপরই।

মমিনুল হক

আগামী ১৯ এপ্রিল ঘটা করেই বিয়ে করবেন ব্যাটসম্যান মমিনুল হক। বিয়ের খবর আগে জানা গেলেও তারিখ জানিয়েছেন তিনি কিছুদিন আগেই। কনে ফারিহা বাশার, বাসা মিরপুরে। ইতোমধ্যে বিয়ের প্রস্তুতিও শুরু করে দিয়েছেন তিনি। ঘটা করেই বিয়ের সব আনুষ্ঠানিকতা সেরে ফেলবেন ১৯ তারিখেই।

মন্তব্য করুন

মন্তব্য

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

ক্রিকেট - এর আরও খবর