Connect with us

ক্রিকেট

বিশ্বকাপ ক্রিকেটের উদ্ভোধনী অনুষ্ঠান লন্ডনের বিখ্যাত দ্যা মল-এ

the mall buckingham palace
আলোকচিত্রঃ মি স্মিথ ওয়ার্ল্ড ফটোগ্রাফি

সর্বশেষ ইংল্যান্ডে বিশ্বকাপ অনুষ্ঠিত হয় ১৯৯৯ সালে। বৃষ্টির কারণে উদ্ভোধনী অনুষ্ঠান জাঁকজমক ভাবে করতে পারেনি আয়োজকরা। ক্রিকেটের মক্কা খ্যাত লর্ডসে বৃষ্টি এসে ভিজিয়ে দেয় অনুষ্ঠানের জন্য নিয়ে নিয়ে আসা আতশবাজিগুলোও। এতে প্রত্যাশামত অনুষ্ঠান আয়োজন করার দুঃখটা ভোলার কথা নয় আয়োজকদের। এতে আয়োজকরা এবারের উদ্ভোধনী অনুষ্ঠান আগের মত লর্ডসে করছেন না। এবারের উদ্ভোধনী অনুষ্ঠান হবে লন্ডনের বিখ্যাত স্থান “দ্যা মল”-এ।

দ্যা মল ব্রিটিশদের জন্য এক গর্বের স্থান। দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয় মিছিল, রাণী এলিজাবেথের সিংহাসন আরোহণের সুবর্ণজয়ন্তী বিভিন্ন ঐতিহাসিক ঘটনার সাক্ষী এই জায়গা। বাকিংহাম প্রাসাদের পাশের এই রাস্তাকেই এইবারে জন্য বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠানের জন্য ঠিক করেছেন আয়োজকরা। বাকিংহাম প্রাসাদকে পেছনে রেখেই অনুষ্ঠিত হবে জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠান।

২৯ মে ২০১৯ এ হবে এই উদ্ভোধনী অনুষ্ঠান। স্থানীয় সময় বিকেল ৫ টা থেকে শুরু হবে এইটি। বাংলাদেশ সময় রাত ১০টা। এর একদিন পরেই ওভালে ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে ম্যাচ দিয়ে শুরু হবে বিশ্বকাপ ক্রিকেট ২০১৯ এর যাত্রা। অনুষ্ঠানটি হবে ১ ঘন্টার। খেলাধুলা, গান-বাজনা আতশবাজিতে ভরপুর এই অনুষ্ঠানে অংশ নেবে ৪ হাজার দর্শক। অনুষ্ঠানটি সরাসরি দেখাবে বিভিন্ন টিভি-চ্যানেল।

মন্তব্য করুন

মন্তব্য

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

ক্রিকেট - এর আরও খবর