Connect with us

ক্রিকেট

ম্যাক্সওয়েলের ব্যাটে অস্ট্রেলিয়ার জয়

maxwell

জয়রথ চলছেই অস্ট্রেলিয়ার। এই নিয়ে টানা ৭ ম্যাচের জয় তাদের। গতকাল পাকিস্তানের চমৎকার ফিরে আসার পরেও জয়ী দল অস্ট্রেলিয়া।

পাকিস্তানের বিপক্ষে ৫ ম্যাচের সিরিজ ইতোমধ্যে জেতা হয়ে গিয়েছে অস্ট্রেলিয়ার। কাল জিতে ফেলল চতুর্থ ওয়ানডেও। গ্লেন ম্যাক্সওয়েলের ৮২ বলে ৯৮ রানের ইনিংসে ২৭৮ রান করতে পারে সফরকারীরা। জবাবে স্বাগতিকরা ভাল শুরু করলেও শেষ করতে ব্যার্থ তারা। এখন পরবর্তী ও পঞ্চম ম্যাচ জিতলেই হোয়াইটওয়াশ পাকিস্তান।

দুবাইয়ে পাকিস্তানের পক্ষে চমৎকার সেঞ্চুরি উপহার দিয়েছে আবিদ আলী (১১২) ও মোহাম্মদ রিজওয়ান(১০৪)। তারা দুইজন তৃতীয় উইকেটে ১৪৪ রানের জুটি গড়েন।

৪২তম ওভারের শুরুতে আলীর উইকেটের পরেও ম্যাচের বাকি ওভারগুলোতে মাত্র ৬০ রানের দরকার ছিল পাকিস্তানের। কিন্তু একের পর এক উইকেট হারাতে থাকলে অনেকটা অসম্ভবই হয়ে যায় পাকিস্তানের জন্য। শেষ ওভারের নাটকে পরবর্তীতে ৬ রানের জয় পায় অস্ট্রেলিয়া।

মাত্র দুই রানের আক্ষেপে পুড়ছেন অস্ট্রেলিয়ার ম্যাক্সওয়েল। দুইরানের জন্য চমৎকার শুরু করেও সেঞ্চুরি করতে পারেননি তিনি। দলের জন্য ব্যাট চালিয়ে রান বাড়ানোর সময় অযথাই শট মেরে আউট হয়েছেন তিনি।

রোববার দুবাইয়ে বসবে পাকিস্তান-অস্ট্রেলিয়া সিরিজের শেষ ওডিআই ম্যাচ। এই ম্যাচ জিতলেই হোয়াইটওয়াশ হবে পাকিস্তান।

মন্তব্য করুন

মন্তব্য

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

ক্রিকেট - এর আরও খবর