Connect with us

ক্রিকেট

রাহুলের ব্যাটে পাঞ্জাবের জয়

K L Rahul

আইপিএল এ আজ ছিল মুম্বাই ইন্ডিয়ান্স এবং কিংস ইলেভেন পাঞ্জাব এর খেলা। আর এই দুই দলের খেলা মানেই রান ও চার-ছক্কার ফুলঝুড়ি। ব্যাতিক্রম হয়নি আজকের ম্যাচও।

পাঞ্জাবের পক্ষে আজ বাউন্ডারির ঝড় তুলেছেন গেইল ও মায়াঙ্ক আগারওয়াল। গেইল করেন ২৪ বলে ৪০ রান ও আগারওয়াল ২১ বলে ৪৩ রানের ঝড়ো ইনিংস। কিন্তু তাদের ছাপিয়ে ম্যাচের মোড় ঘোড়ায় কেএল রাহুল। তার অসাধারণ বুদ্ধিদীপ্ত ব্যাটিংয়ে ৮ উইকেটের জয় পায় পাঞ্জাব, তাও ৮ বল হাতে রেখেই।

মুম্বাইয়ের শুরুটা ভাল হলেও শেষ তেমন আহামরি কিছু হতে পারে নি পাঞ্জাব বোলারদের কারণে। মোহাম্মদ শামির বলে কুইন্টন ডি কক (৬৯ রান ৩৯ বল) আউট হবার পর রানের চাকা বেশীদূর নিতে পারেননি মুম্বাই। যেখানে তারা ১৩ ওভারে ১২০ করে, ২০ ওভার শেষে তাদের রান দাঁড়ায় ১৭৬এ।

এদিকে পাঞ্জাবের শুরু থেকেই গেইল খেলেন মারমুখি ইনিংস। উদ্ভোধনী জুটিতে রান আসে ৫৩, যেখানে ৪০ রান গেইলের। কিন্তু খোলস থেকে বের হননি রাহুল। মন্থর গতিতে আগাতে থাকেন তিনি।

পরবর্তীতে আগারওয়াল এসেও রানের ফুলঝড়ি ছোটান। কিন্তু নিজের সহকর্মীকে পর্যাপ্ত পরিমান সাপোর্ট দিয়ে যান রাহুল। এই জুটিতেও তিনি রান করেন মন্থর গতিতে।

আগারওয়ালের আউটের পর রুদ্রমূর্তি ধারণ করেন রাহুল। যেখানে শুরুর ৩৬ বলে খেলেন ৩০ রান, বাকি ২১ বলে করেন ৪১ রান। তার এই ব্যাটিংয়ে ৮ উইকেটের জয় পায় পাঞ্জাব।

সংক্ষিপ্ত স্কোর

মুম্বাই ইন্ডিয়ান্সঃ ১৭৬-৭ (২০ ওভার)

কিংস ইলেভেন পাঞ্জাবঃ ১৭৭-২ (১৮.৪/২০ ওভার)

 

মন্তব্য করুন

মন্তব্য

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

ক্রিকেট - এর আরও খবর