Connect with us

ক্রিকেট

শতক দিয়ে ক্যারিয়ার শুরু করলেন আবিদ আলী

abid ali

নিজের অভিষেক ম্যাচেই ঝকঝকে একটি শতক নিয়ে নেন আবিদ আলী। কিন্তু জেতাতে পানেননি পাকিস্তানকে। প্রথম শতকটা তাই কাঁটা হিসেবেই বয়ে বেড়াতে পারেন এই ব্যাটসম্যান।

চতুর্থ ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে ৬ রানের জয় পায় অস্ট্রেলিয়া। মাত্র দুই রানের জন্য সেঞ্চুরি মিস করে ম্যাক্সওয়েল। কিন্তু দ্বিতীয় ইনিংসে নেমে অসাধারণ খেলেন আবিদ আলী ও মোহাম্মদ রিজওয়ান।

১১৯ বলে সেঞ্চুরি করে নবাগত ওপেনার আবিদ আলী। মেরেছেন ৯ টি চার। আউট হবার আগে রান করেছেন ১১২। কিন্তু এই রানও পর্যাপ্ত হল না পাকিস্তানের জয়ের জন্য। শেষ ওভারে এসে হেরেছে পাকিস্তান, তাও ৬ রানে। অস্ট্রেলিয়ার করা ২৭৭ রানের লক্ষ্যে শেষ ওভারে লক্ষ্যে পৌঁছাতে দরকার ছিল ১৭ রানের। কিন্তু ক্রিজে থাকা আরেক সেঞ্চুরিয়ান রিজওয়ান করতে পারলেন না সেই রান। পাকিস্তান করে ২৭১ রান। ফলাফল হিসেবে পাকিস্তানের হার।

পাকিস্তান জিতলে অবশ্য সেঞ্চুরির সেলিব্রেশনটাও অন্যরকম হয় আবিদ আলীর। কিন্তু তার খুশির দিনেও বেজার হয়ে বসে থাকতে হবে তাকে। কিন্তু পাকিস্তানের পক্ষে  বিশ্বকাপের আগে এই ধরণের পারফর্মেন্স হয়ত ভাবাতে সাহায্য করবে নির্বাচকদের।

 

মন্তব্য করুন

মন্তব্য

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

ক্রিকেট - এর আরও খবর