Connect with us

ক্রিকেট

শ্রীলঙ্কার বিপক্ষে ইংল্যান্ড মহিলা দলের দাপুটে জয়

english vs srilanka women

মাত্র দ্বিতীয়বারের মত ইংল্যান্ড মহিলা ক্রিকেট দল ২০০ রানের মাইলফলক ছাড়াতে পেরেছে। আর এর ফলেই তৃতীয় ও শেষ টি২০তে শ্রীলঙ্কার বিপক্ষে ৯৬ রানের জয় পায় ইংল্যান্ড। ইংল্যান্ড মহিলা দল হোয়াইটওয়াশ করে সিরিজ জেতে ৩-০ ব্যাবধানে।

ইংল্যান্ড ওপেনার ড্যানি ওয়াট (৩৩ বলে ৫১) ও এমি জোন্স (৩৮ বলে ৫৭) এর বদৌলতেই এত বিশাল রানের (২০৪-২) পাহাড় দাঁড় করায় শ্রীলঙ্কার সামনে। শ্রীলঙ্কা মহিলা দল আগে থেকেই সিরিজে পিছিয়ে ছিল ২-০ ব্যাবধানে, তাদের কাছে এই স্কোর পার করা অনেকটা অসম্ভবই ছিল।

ইংল্যান্ডের দুইশত পার করা এই স্কোর (২০ ওভারে ২০৪) তাদের নিজেদের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রান। সাউথ আফ্রিকার করা ওয়ার্ল্ড রেকর্ড ২৫০-৩ এর পর এই রান আছে ছয় নং স্থানে।

শ্রীলঙ্কার পক্ষ থেকে সর্বোচ্চ অবদান ছিল হানসিমা করুনারত্নের( ৪৪ রান ৫৩ বলে)। মূলত তার একার অবদানেই তারা তিন অঙ্কের রানে পৌঁছাতে সমর্থ হন। ম্যাচ শেষে শ্রীলঙ্কার স্কোর ১০৮-৬।

সংক্ষিপ্ত স্কোরঃ

ইংল্যান্ডঃ ২০৪-২

শ্রীলঙ্কাঃ ১০৮-৬

মন্তব্য করুন

মন্তব্য

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

ক্রিকেট - এর আরও খবর