Connect with us

ক্রিকেট

একটা ব্র্যান্ড সাকিব আল হাসান হয়ে উঠা

বাংলাদেশ ক্রিকেটের ভরসার প্রতীক : সাকিব আল হাসান

সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটের একজন উজ্জ্বল নক্ষত্র। তিনি শুধু বাংলাদেশ নয় ক্রিকেট খেলুড়ে দেশের মধ্যে অন্যতম পরিচিত মুখ। ক্রিকেটে তার অবদান দেশ ছেড়ে এখন পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। পুরো ক্যারিয়ার জুড়েই সাকিব নিজের অসাধারণ খেলা দিয়ে নিজেকে উচ্চ থেকে উচ্চতর পযায়ে নিয়ে গেছেন। এবারের বিশ্বকাপে সাকিব যেনো নিজেকেও ছাড়িয়ে গেছেন।

একজন সাকিব একদিনে তৈরি হয়নি। ক্রিকেটার হয়ে গড়ে উঠার আগে তিনিও ছিলেন আর দশ জনের মত একজন সাধারণ মানুষ। মেধা আর শ্রম দিয়ে হয়ে উঠেছেন ক্রিকেট বিশ্বের অন্যতম তারকা।

জন্ম ও ছেলেবেলাঃ সাকিব আল হাসান মাগুরা জেলার কেশবমোড়ে (পশ্চিম পাড়া) এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার জন্ম তারিখ ২৪ শে মার্চ ১৯৮৭। তার পিতা- মাশরুক রেজা কুটিল এবং মা- শিরিন রেজা। তার পিতা মাশরুক রেজা নিজেও একজন ভালো ফুটবলার ছিলেন। সেই সূত্রে খেলাধুলা তার রক্তে মিশে ছিলো। ছোটবেলা সাকিব নিজেরও ফুটবল খেলার দিকে আগ্রহ ছিলো। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে তার আগ্রহ ফুটবল থেকে ক্রিকেটে চলে আসে। শুরু থেকেই তিনি ক্রিকেট কে আপন করে নেন। সারাদিনের চিন্তা-চেতনা,ধ্যান-জ্ঞান সব ছিলো ক্রিকেট নিয়েই। প্রথম থেকেই ক্রিকেটের ব্যাপারে মা শিরিন রেজাকে পাশে পেয়েছেন। সারা দিন ক্রিকেট নিয়ে থাকতেন বলে বাবা মাশরুক রেজা মাঝে মধ্যে রাগ ও করতেন। তিনি প্রাথমিক ভাবে মাগুরাতেই ক্রিকেট খেলতেন। এইভাবে সাকিব আল হাসান ক্রিকেটে জড়িয়ে পড়েন। পরবর্তী সময়ে ক্রিয়া শিক্ষা প্রতিষ্ঠান বি.কে.এস.পি তে তার ক্রিকেট জীবনের প্রসার ঘটে।

শিক্ষা জীবন সাকিব আল হাসানের শিক্ষা জীবন শুরু হয় মাগুরা ৩ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। সেখান থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পাশ করে তিনি ভর্তি হন মাগুরা মডেল স্কুলে। এখান থেকে আবার সপ্তম শ্রেণীতে চলে যান BKSP তে। এই BKSP থেকে তিনি উচ্চমাধ্যমিক পাশ করেন। সাধারণ থেকে অসাধারণ হয়ে উঠা সাকিব ঢাকার এ.আই.ভি থেকে ইংরেজিতে অনার্স করার মধ্যদিয়ে শিক্ষা জীবন শেষ করেন।

ক্রিকেটার হয়ে উঠার গল্পঃ সাকিব আল হাসানের বাবা মাশরুক রেজা চেয়ে ছিলেন তার মত ছেলে সাকিবও বড় হয়ে ফুটবলার হবেন। তার জন্য তিনি ছেলে সাকিবকে গড়ে তোলার চেষ্টাও করেছেন। এক সময় ছিলো যখন ফুটবল ছিলো সাকিবের নিত্যসঙ্গী। দিনের সবটুকু সময় তার পাশে যেনো একটা বল চাই ই চাই। এই অতিরিক্ত বাড়াবাড়ি জন্য তাকে অনেক সময় মায়ের বকুনি, বাবার কড়া শাসনের মধ্য দিতে যেতে হয়েছে। তবে সেই দিকে সাকিবের নজর কমই ছিলো। কিন্তু এই ফুটবল পাগল সাকিব একদিন ক্রিকেট এর দিকে ঝুঁকে পড়েন।

সাকিব আল হাসানের ক্রিকেটের পথ চিলা শুরু হয় মাগুরা ক্রিকেট একাডেমির পরিচালক এবং প্রশিক্ষক সাদ্দাম হোসেনের হাত ধরে। এই একাডেমিতেই সাকিব ৩ বছর প্রশিক্ষণ নেন। সাকিব আল হাসানের ক্রিকেট মেধার প্রথম প্রকাশ ঘটে বাগেরহাট অনূর্ধ্ব-১৫ ক্রিকেট দলের হয়ে খেলতে নেমে। সেই খেলায় তিনি মাত্র ২২ রান দিয়ে ৪ টি উইকেট লাভ করেন। এর মাধ্যমেই তিনি তার আগমনী বার্তা দেন।এর মাঝে ২০০১ সালে বি.কে.এস.পি ট্যালেন্ট হান্ট প্রোগ্রামের বাছাইপর্বে উৎরে যান সাকিব। পরবর্তীতে নড়াইলের এক মাসব্যপি বিশেষ প্রশিক্ষনে নির্বাচকদের দৃষ্টিতে আসেন। তারপর অনূর্ধ্ব-১৯ দলের হয়ে মাঠে নামেন মাগুরা জেলা দলের হয়ে। তখন সময়কার ছিলো ২০০২। এরই ধারাবাহিকতায় ২০০৬ সালের ৬ই আগস্ট তার জাতীয় দলে অভিষেক ঘটে। এরপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। একজন সাকিব আল হাসানের ছুটে চলা …..

আপডেট আসছে…

মন্তব্য করুন

মন্তব্য

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

ক্রিকেট - এর আরও খবর