Connect with us

ক্রিকেট

হায়দ্রাবাদের হয়ে আজ খেলছেন না সাকিব

sakib

গত আইপিএল-এ সবগুলো ম্যাচই খেলেছেন সাকিব আল হাসান সানরাইজ হায়দ্রাবাদের হয়ে। কিন্তু এই সিজনেই নিজের দ্বিতীয় ম্য্যাচেই চলে যেতে হয়েছে সাইডব্যাঞ্চে। ফলাফল হাতে নাতেই টের পাচ্ছে হায়দ্রাবাদ। রাজস্তান রয়েলসের ১৯৯ রানের বিশাল টার্গেটে ব্যাট করছে তারা।

হায়দ্রাবাদের অধিনায়ক কেন উইলিয়ামসন চোট কাটিয়ে দলে ফিরেছেন। এতেই একাদশের বাইরে চলে গেছেই এই অলরাউন্ডার।

মোট আট বিদেশি খেলোয়াড় আছেন হায়দ্রাবাদের স্কোয়াডে। এর মাঝে সুযোগ পাবেন ৪ জন। অধিনায়ক হিসেবে আছেন কেন উইলিয়ামসনক। সাথে তারা বাদ দিচ্ছেন না ওয়ার্নার ও রশিদ খানকে। ফলেই জনি বেয়ারস্টোকে রেখে টিম ম্যানেজম্যান্ট বাদ দিয়েছে সাকিবকে।

হায়দ্রাবাদের বিপক্ষে টস জিতে বড় সংগ্রহ দাঁড় করায় রাজস্তান রয়েলস। করেন ১৯৮/২ উইকেটে। হয়তো টিমে আজ সাকিব থাকলে এত বড় সংগ্রহ দাঁড় করতে পারত না তারা। কিন্তু ওয়ার্নার এবং বেয়ারস্টোর আকর্ষনীয় ব্যাটিংয়ে সুবিধাজনক অবস্থাতেই আছে হায়দ্রাবাদ। ১১ ওভার  শেষে এখন তাদের স্কোর ১১৭-২।

সাকিব না থাকায় অবশ্য হতাশ বাংলাদেশের দর্শকরা। বাংলাদেশ থেকে একজনই খেলছেন এইবার আইপিএল-এ। তাই অনেকেই হয়তো ম্যাচটি দেখছেন হতাশ বদনে।

মন্তব্য করুন

মন্তব্য

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

ক্রিকেট - এর আরও খবর