দক্ষিন আফ্রিকা মহিলা ক্রিকেট দল ৭ উইকেটে হারলো পাকিস্থান মহিলা ক্রিকেট দলের কাছে টি২০ প্রথম ম্যাচে।
টসে জিতে পাকিস্থান প্রথমে ব্যাট করতে পাঠায় দক্ষন আফ্রিকাকে। ব্যাটিংয়ে নেমেই দক্ষিন আফ্রিকা চাপের মুখে পড়ে পাকিস্থানি মহিলা বোলারদের কাছে। রান সংগ্রহ করার পূর্বেই দক্ষিন আফ্রিকার ওপেনার লিযিলে লির উইকেট হারিয়ে বসেন। তারপর মাত্র দুই রান ২ যোগ করতেই দক্ষিন আফ্রিকার আরেক ওপেনার তাজনিম ব্রাইটস এর উইকেট হারিয়ে বলে। প্রথম এই দুই ওপেনার ০ রানে আউত হয়ে যান ম্যাচের ১ম ওভারেই। তাদের উইকেত সাথে সাথে পড়ার কারনে দক্ষিন আফ্রিকার ব্যাটিং লাইন আপ খুবই বিপর্যয়ে পড়ে। এই চাপে পড়ার পর দক্ষিন আফ্রিকা তা কাটিয়ে উটতে পারে নি। ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে তারা মাত্র ১১৯ রান সংগ্রহ করে।
আফ্রিকার হয়ে ৪০ রান করেন চইলি ট্রয়েন। ২৩ রান আসে মিগ্নন ডু প্রেজ এবং ২০ রান আসে শাবনিম ইস্মাইল এর কাছ থেকে। পাকিস্থানের হয়ে ৩টি উইকেট নেন সানা মির। ২টি উইকেট নেন নিদা ধার এবং ১ টি করে উইকেট নেন আলিয়া রিয়াজ ও নাশ্রা সান্দু।
অপরদিকে ১১৯ রানের জন্য পাকিস্থান ব্যাট করতে নেমে, প্রথমে ওপেনার জাভেরিয়া রাউফ এর উইকেট হারিয়ে চাপের মধ্যে পড়ে। তবে তাদের এই চাপের মধ্যে বেশিক্ষন ধরে রাখতে পারেনি দক্ষিন আফ্রিকার বোলাররা। দলিয় রান ২৯ মাথায় পাকিস্থানের আরেক ওপেনার উমাইমা সোহেল এর উইকেট পড়ে গেলে। পকিস্থান দলের ক্যাপ্টেন বিস্মা মারুফ ও নিদা ধার দলের চাপ সামাল দিয়ে উঠেন। তাদের দু-জনের হাত দলের পাকিস্থান দল ১১৯ রানের লক্ষ্যে পৌঁছে যায়।
পকিস্থান দলের ক্যাপ্টেন বিস্মা মারুফ ও নিদা ধার দু-জনি করেন ৫৩ রান করে। দিন শেষে তাদের এই ভালো ব্যাটিংয়ে পাকিস্থান মহিলা দল ৭ উইকেটের সহজ জয় পায় দক্ষিন আফ্রিকার মহিলা দল এর বিপক্ষে।
ব্যাটিং এবং বোলিংয়ে ভালো করার জন্য নিদা ধারকে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত করা হয়।
আরও সংবাদ: খেলার পাতা
বিষয়: ক্রিকেট, পাকিস্থান মহিলা ক্রিকেট দল, দক্ষিন আফ্রিকা মহিলা ক্রিকেট দল