Connect with us

ক্রিকেট

টি২০ সিরিজ জয় দক্ষিন আফ্রিকা মহিলা ক্রিকেট দলের

দুর্দান্ত ব্যাটিংয়ে দলকে সহজ জয় এনে দিলেন লিজলি লি

পাকিস্তান মহিলা ক্রিকেট দলের সাথে টি২০ সিরিজের শেষ ম্যাচে, ৯ উইকেটে হারিয়ে সিরিজ জয় করলো দক্ষিন আফ্রিকার মহিলা ক্রিকেট দল।

সিরিজের প্রথম চার ম্যাচে ২-২ সমতায় ছিল দুই দল। তাই শেষ ম্যাচ দুই দলের জন্য ছিল সিরিজ জয়ের লড়াই।

দক্ষিন আফ্রিকা টসে জিতে প্রথমে ব্যাট করতে পাঠায় পাকিস্তানকে। কিন্তু ম্যাচের প্রথম দিক থেকেই পাকিস্তান ব্যাটসম্যানরা দক্ষিন আফ্রিকা বোলারদের চাপে পড়ে ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে মাত্র ১২৫ রান করে।

ম্যাচের প্রথম দিকে উইকেট হারানোর ফলে পাকিস্তান দল চাপের মুখে পড়ে দক্ষিন আফ্রিকা দলের বিপক্ষে। কিন্তু জেব্রিনা খানের ১৮ বলে ২০ রান, ক্যাপ্টেন বিস্মাহ মারুফের ২৫ বলে ২৩ রান, নিদা দার এর ১৭ বলে ২৮ ও আলিয়া রিয়াজের ৩০ বলে ২৩ রানের ইনিংসটি শেষে ১২৫ রানে থামে।

১২৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ভালোই ব্যাটিং শুরু করে দক্ষিন আফ্রিকার ওপেনার দুই ব্যাটসম্যান। তবে দলিয় ২৭ রানের মাথায় ওপেনার তাজনিম ব্রাইট এর উইকেট পরে যায়। তার উইকেট পড়ে যাবার পর অন্য ওপেনার লিজলি লি একাই দলের হাল ধরেন। সে সময় তার সঙ্গ দেন নাদিনি ডি ক্লিরক। দুই জনই দলকে টেনে নিয়ে যান জয়ের দিকে। শেষে ১৫.১ বলের সময় দক্ষিন আফ্রিকা তাঁদের লক্ষ্যে পৌঁছে যায়।

সে সময় ওপেনার লিজলি লি এর ব্যাট থেকে আসে ৪৮ বলে ৭৫ রানের এক দুর্দান্ত ইনিংস। আর নাদিনি ডি ক্লিরক এর ব্যাট থেকে আসে ৩১ বলে ৩৭ রানে ইনিংস। মুলত তাঁদের এই দুর্দান্ত ব্যাটিংয়ে দক্ষিন আফ্রিকা ৯ উইকেটে জয় পায় পাকিস্তানের বিপক্ষে। যার ফলে দক্ষিন আফ্রিকা সহজেই পাকিস্তানের বিপক্ষে টি২০ সিরিজ জিতে ৩-২ এ।

সিরিজে শেষ ম্যাচে দুর্দান্ত ব্যাটিংয়ের জন্য ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন লিজলি লি। আর সম্পূর্ণ সিরিজে ভালো ইনিংসের জন্য নাদিয়া দার কে ম্যান অফ দ্যা সিরিজ নির্বাচিত করা হয়।

আরও সংবাদ: খেলার পাতা

মন্তব্য করুন

মন্তব্য

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

ক্রিকেট - এর আরও খবর