বিশ্বকাপ শুরু হবার মাত্র কয়েকটা দিন বাকি। এ সময়ে পাকিস্তান দলের যেন ম্যাচে পরাজয় পিছু ছাড়ছে না।
বিশ্বকাপে শুরু হবার প্রায় এক মাস আগে থাকে ইংল্যান্ডে অবস্থান করছে পাকিস্তান দল। তারা বিশ্বকাপের পূর্বে পাঁচ ম্যাচ সিরিজের জন্য বিশ্বকাপের এক মাস পূর্বে ইংল্যান্ড পৌছায়।
পাকিস্তানের ইংল্যান্ড সিরিজ তেমন একটা ভালো যায় নি। তার কারন পাঁচ ম্যাচ সিরিজ ছিল ইংল্যান্ডের বিপক্ষে। পাঁচ ম্যাচের মধ্যে প্রথম ম্যাচ পরিত্যক্ত হয় বৃষ্টির জন্য। বাকি চার ম্যাচের মধ্যে একটি ম্যাচেও জয়ের দেখা পায় নি পাকিস্তান।
ইংল্যান্ড সফরে তারা ভালো ব্যাটিং করলেও বলিংয়ে অনেকটাই পিছিয়ে ছিল। তাই বিশ্বকাপের পূর্বে দলে না থাকা মুহাম্মাদ আমির ডাক পেয়েছেন বিশ্বকাপ দলে। যাতে করে বোলিং লাইন আপ কিছুটা হলেও ভালো করার জন্য।
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের পর পাকিস্তান দল বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে ব্যস্ত হয়ে পড়ে। নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের প্রতিপক্ষ দল ছিল আফগানিস্তান। কিন্তু আফগানিস্তানের কাছেও গতকাল প্রস্তুতে ম্যাচে হারের মুখ দেখে পাকিস্তান দল। তিন উইকেটে পাকিস্তান হারে আফগানিস্তানের কাছে।
দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে আজ পাকিস্তানের মুখামুখি হবার কথা আছে ফর্মে থাকা বাংলাদেশ এর বিপক্ষে। বর্তমানে পাকিস্তান থেকে বাংলাদেশ দল অনেক টাই এগিয়ে আছে পাকিস্তান থেকে। এখন শুধু এটাই অপেক্ষার বিষয় পাকিস্তান দল কি আজকের ম্যাচে তাঁদের খুজে পেতে পারে।
আজকের ম্যাচ পরে বাংলাদেশের সাথে পাকিস্তানের দেখা হবে গ্রুপ পর্বের ম্যাচের শেষের দিকে। তাই পাকিস্তানের আজকে একটা সুবর্ণ সুযোগ, তারা যদি এটা কাজে লাগাতে পারে তাহলে বিশ্বকাপের পূর্বে পাকিস্তান দলের খেলোয়াড়রা তাঁদের আত্মবিশ্বাস খুজে পাবে। তাই আজকের বাংলাদেশের সাথে পাকিস্তানের প্রস্তুতি ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ।
আরও সংবাদ: খেলার পাতা