Connect with us

সাইক্লিং

সাইক্লিং সিটি সিলেটের আয়োজনে অনুষ্ঠিত হলো স্বাধীনতা রাইড ২০১৯

স্বাধীনতা রাইড
আলোকচিত্র:কামরুল ইসলাম

মহান স্বাধীনতা দিবসে আবারো লাল সবুজের রঙে রঙিন হলো সিলেট শহর স্বাধীনতার জয়গানে মুখরিত হলো সাইক্লিং সিটি সিলেট। প্রত্যেক বছরের ন্যায় এবারো স্বাধীনতা দিবসে সাইক্লিং সিটি সিলেটের আয়োজনে অনুষ্ঠিত হলো স্বাধীনতা দিবস রাইড ২০১৯।

সকাল নয়টায় সিলেট আলিয়া মাদরাসার সামনে থেকে জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয় মুল পর্ব পরে মাদানী পয়েন্ট হয়ে কুমারপাড়া ও নাইওরপুল পয়েন্ট ঘুরে সাইকেল র‍্যালী টি শেষ হয় আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে। রাইডে সবার পরনে ছিলো মহান মুক্তিযুদ্ধের সাত বীরশ্রেষ্টের ছবি সম্বলিত টি শার্ট।

স্বাধীনতা দিবস রাইড ২০১৯

রাইডের আয়োজকদের একজন মনজুর আহমেদ আরিফ আমাদের কে জানান, আমরা প্রতিবারই জাতীয় দিবসগুলোতে সিলেটের সব সাইক্লিস্টরা মিলে রাইড দিয়ে থাকি। এবারের রাইড আমরা মুক্তিযুদ্ধের মহান ৭ জন বীর শ্রেষ্ঠকে উৎসর্গ করে দিয়েছি ।

স্বাধীনতা দিবস রাইড ২০১৯

রাইডে প্রায় ৮ শতাধিক সাইক্লিস্ট অংশগ্রহণ করে, এতে অংশগ্রহণ করে সিলেটের সকল সাইক্লিং কমিউনিটি ও সর্বস্তরের নবীন ও প্রবীণ সাইক্লিস্ট বৃন্দ ।

মন্তব্য করুন

মন্তব্য

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাইক্লিং - এর আরও খবর