Connect with us

গলফ

এপ্রিলে বসছে বঙ্গবন্ধু কাপ গলফ টুর্নামেন্ট

golf

শুরু হচ্ছে বঙ্গবন্ধু কাপ গলফ টুর্নামেন্ট। টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে ঢাকার কুর্মিটোলা গলফ কোর্সে। বাংলাদেশের মোট ৪৬ জন গলফার অংশগ্রহন করবে টুর্নামেন্টে। এদের মাঝে ৪০ জন গলফারই পেশাদার পর্যায়ে গলফ খেলে আসছেন। সর্বমোট খেলবেন ১৪৬ জন গলফার।

ঢাকার কুর্মিটোলায় একটি অনুষ্ঠানের মাধ্যমে টুর্নামেন্টের ঘোষণা দেয়া হয়। এই দিনই লোগো উন্মোচন করা হয় সাড়ে তিন লাখ ডলার প্রাইজমানির এই টুর্নামেন্ট। লোগো উন্মোচন এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হিসেবে ছিলেন অভিনেতা সঞ্জয় দত্ত। লোগো উন্মোচন করেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। যিনি গলফ ফেডারেশনের সভাপতিও। টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করা হবে আগামী রোববার আলাদা অনুষ্ঠানের মাধ্যমে।

আগামী এপ্রিল মাস থেকে শুরু হবে এই টুর্নামেন্ট। চলবে এপ্রিলের ৩ থেকে ৬ তারিখ পর্যন্ত। অনুষ্ঠানে অভিনেতা সঞ্জয় দত্ত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কেও কিছু কথা বলেন। তিনি জানান, তার প্রয়াত বাবা অভিনেতা সুনীল দত্ত স্বাধীনতার পরে তার সাথে দেখা করতে।

আয়োজকরা জানান, বাংলাদেশে এটি নিয়ে এশিয়ান ট্যুরের পঞ্চম আস্র বসেছে। যেখানে বসুন্ধরা বাংলাদেশ ওপেন নামে প্রথম তিনটি আসর অনুষ্ঠিত হয়। চতুর্থ আসরের নাম ছিল এবি ব্যাঙ্ক বাংলাদেশ ওপেন। এইবার এটি পঞ্চম আসর।

 

মন্তব্য করুন

মন্তব্য

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

গলফ - এর আরও খবর