বিশ্বকাপের পূর্বের প্রস্তুতি ম্যাচে গতকাল ইংল্যান্ডের মুখামুখি হয় আফগানিস্তান। ঐ ম্যাচে ইংল্যান্ড আফগানিস্তানের কাছ থেকে ৯ উইকেটে সহজ জয় তুলে নেয় আফগানিস্তানের কাছ থেকে।
টসে জিতে ইংল্যান্ড প্রথমে ব্যাট করতে পাঠায় আফগানিস্তান কে। ব্যাটিংয়ে পাঠিয়ে আফগানিস্তান দলকে চেপে ধরে ইংল্যান্ডের বোলাররা। ব্যাটিংয়ে নেমে আফগানিস্তান যেন মাঠে রান পাচ্ছিল না প্রথম থেকে। শেষে ৩৮ ওভার ৪ বল চলা কালিন আফগানিস্তান সব কয়টি উইকেট হারিয়ে মাত্র ১৬০ রান করে।
ম্যাচের প্রথম থেকে আফগানিস্তানের ব্যাটসম্যানরা ইনিংস বড় করার চেষ্টা করেন। কিন্তু তারা ব্যর্থ হন ইংল্যান্ডের বোলারদের কাছে। ম্যাচে আফগানিস্তান হয়ে ৪৪ রান করেন মুহাম্মাদ নাবি। ওপেনার নুর আলী জাড্রান এর ব্যাট থেকে আসে ৩০ রান। এছাড়া আর কোন ব্যাটসম্যান আফগানিস্তান হয়ে ইনিংস বড় করতে পারেন নি।
ইংল্যান্ড হয়ে ৩টি করে উইকেট নেন জফ্রা আরচার ও জয়ই রুট। আর ১টি করে উইকেট নেন মঈন আলী ও বেন ষ্টক। মুলত তাঁদের এই দুর্দান্ত বোলিংয়ে আফগানিস্তান ১৬০ রানে সব কয়টি উইকেট হারিয়ে ফেলে।
পরে ১৬১ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা ইংল্যান্ড দলের দুই ওপেনারের ব্যাটিং দেখে মনে হচ্ছিল তারা টি২০ ম্যাচে খেলতে নেমেছেন। ওপেনার জেসন রয় ও জনি ব্রেইস্ট ব্যাট যেন আফগান বোলারদের ভাবিয়ে তোলে। এই দুই ওপেনার ৭ ওভারেই ৭৭ রানের জুটি গড়েন। পরে মুহাম্মাদ নাবির বলে জনি ব্রেইস্ট ২২ বলে ৩৯ রান করে আউট হয়ে যান। কিন্তু ততক্ষনে আফগানদের অনেকটা দেরি হয়ে গেছে। ওপেনার জেসন রয় ও জয়ই রুট দলকে তখন জয়ের জন্য সাম্নের দিকে এগিয়ে নিয়ে যান। পরে ১৭ ওভার ৩ বলে ইংল্যান্ড দল ৯ উইকেট হাতে রেখে ১৬১ রানের লক্ষ্যে পৌঁছে যায়।
ওপেনার জেসন রয় তখন আফগানিস্তানের বিপক্ষে ৪৬ বলে ৮৯ রানের এক দুর্দান্ত ইনিংস খেলেন। মুলত তার এই ব্যাটিংই ইংল্যান্ড দল কে সহজ জয় এনে দেয় আফগানিস্তানের বিপক্ষে।
আরও সংবাদ: খেলার পাতা