Connect with us

গলফ

জয়খরা কাটালেন গলফার জামাল হোসেন মোল্লা

কিছুদিন আগেই ভারতে হয়ে গেল বেঙ্গল ওপেন গলফ চ্যাম্পিওনশিপ। টুর্নামেন্টে অনেকটা নিভৃতেই শিরোপা জয় করে নেন বাংলাদেশী গলফার জামাল হোসেন মোল্লা।

 

নিউজিল্যান্ডের হামলা, নারী সাফ দলের চ্যাম্পিয়নশিপ এই সবকিছুর আড়ালেই পরে গেছে এই গলফারের সাফল্যগাথা। ভারতে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের মধ্য দিয়ে অবিশ্বাস্য খেলে জয় খরা কাটালেন এই গলফার। শেষদিনে ৬৩ স্কোরও তুলে নেন তিনি। হারিয়েছেন দিল্লির হানি বৈশ্যকে।

পেশাদার গলফার হিসেবে জামাল হোসেনের এইটি দ্বিতীয় শিরোপা, দেশের বাইরে প্রথম। শেষ দুইদিনের অবিশ্বাস্য পারফর্মই এর গলফারকে এই ধরণের জয় পেতে সাহায্য করে। শিরোপা জিতেছেন ১৮ আন্ডার ২৬২ শটে।

জামাল হোসেনের এখন টার্গেট ইন্ডিয়ান ওপেন এবং এশিয়ান ট্যুর। এই জয়ে পিজিটিআই মেরিটে ৪৬ থেকে উঠে আসেন ৬-এ। বিশ্ব র‍্যাঙ্কিংএ তার অবস্থান ৯৪০ থেকে উন্নতি হবে বলেই আশা করা হচ্ছে।

মন্তব্য করুন

মন্তব্য

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

গলফ - এর আরও খবর